অন্যমনস্ক তিল
আলো আসবে
চেপে ধরো সুখ
তোমার স্নানের পর
আমি আর বানপ্রস্থ খুলে দেখিনি
কে বলেছে এলিজি
খামে ধরে আছি বৃক্ষের ভ্রুণ
অতি জাগতিক সংসার
সহসা নেমে আসছে নাভি চোখের নীচে
কোনও এক অতিরঞ্জিত বিষয়ের ভেতর দিয়ে
হেঁটে যাই রোজ
অন্যমনস্ক তিল
নখের ডগায় বাতাস কাঁপছে
হেলে পড়ছে হিমালয়
পার্বতী রায়ের লেখা কবিতা 'অন্যমনস্ক তিল' পড়ে মুগ্ধ হলাম❗
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন