লম্বি জুদাই
সহজ কথাটা সহজ করেই বলি
লাগছে না ভালো তুমি নেই বলে
আকাশটা যেন অঙ্কের ছেঁড়া খাতা
কোত্থাও কোনো লোকজন নেই
ভরদুপুরেই শুনসান কলকাতা।
চিরকাল তবু এমনই হয়েছে
ঘুরে গেছে হাওয়া চোখের পলকে
চলে যাওয়া এক গভীর জটিল ধাঁ ধাঁ
যত যাও চলে ততটাই থাকো
বেলুনের সুতো আঙুলের কড়ে বাঁধা।
এবার তাহলে সারাংশ টানি
সহজ কথাটা বুঝেছি সহজ করে
তোমার না-থাকা তোমার চেয়েও বড়
লম্বি জুদাই অসহ্য তবু
কিছুটা আড়াল মাঝে-মাঝে দরকারও।
একটি মন্তব্য পোস্ট করুন