কবিতা ১১ বা বড়ো কবিতা
একদিন মনে পড়তো সব
আজ আর
পড়ে না
কাঁঠাল গাছে বাতাবিলেবু ধরে না
একদিন মনে পড়তো সব
আজ আর পড়ে না
ঝগড়া বনাম ঝগড়া
মন খারাপের বখরা : মনে পড়ে
না
মনেই পড়ে না
চুলবুল বুলবুল-বুলবুল
দিল খুল
খুল খুল
হাততালি দিবি না
খোলতাই ধরতাই
ঝড়তাই
মর-তাই-খোলে শব্দ
হাঁ করা
পড়তায় হবি না
ডাগোর ডোগোর চটকা
লাথ মেরেছে-ফাটা
পটকা
এক ভুবনে জোট-কোমল
গতর মেরে ঘা
আ
কোলে কোলে মাথা
হাতা খুন্তি ছাতা
তোর ঘ আমার ম
মধ্যিখানে
এট্টুন যা; আকার
মোদ্দাকথা ঠ্যালা
পায়ে পায়ে
হেলা
মঙ্গল বুধে যাত্রা
শুভ
বাজনা
সে-দো আপনি বাজে, দাপায় কানে মুছে সুরসুরায়
ক্যাটাং করে-জ্যাতোন দায়
হারতি পারিস।
ক) যে জানে সে বোঝে
হাতের পারাপার
বিনিময়
খ) ও
গোত্তা খায়
ওর আয় ব্যয় সমত্ত
সুজলাং সুফলাং
যেমন রাজার যেমন
পাইক বরকন্দাজ মেলাখেলা ডুবন্ত ভাসন্ত
প্যালা দেওটাই কাজ
যেমন রাজার ফাঁদ
কয়েস জুড়ে দুধ গড়ায়, বাবা হে
সারিবদ্ধ হবি না
লাইনে গড়ে --
থাকবি না
একটি মন্তব্য পোস্ট করুন