আগুন প্রণালী





(১)
হতে তো পারে এখনও ছেড়ে দিতে পারোনি 
অন্তর্যাপন। সিদ্ধ আচমনে এগিয়ে দিয়েছ আয়ুকাল

আগুনের পিঠে তবু বেড়ে উঠেছে সেঁক

এই পথে কোন ভুল নেই --- কিন্তু সেবনের গ্রামাটিক্যাল সিদ্ধান্ত
তোমাকে নিয়ে যাবে ভাষ্যপালনে
পেরেকের মুভমেন্ট জেনে স্বতন্ত্র হবে ধনুকের প্রেম...

এভাবে একের পর এক ইচ্ছেদেবতা খুনের পর
আততায়ীর মধ্যজীবন

বেঁচে থাকবে স্বফল লাউডগাটি
পাথুরে নির্জন দ্বীপ







(২)
আকাশ এখানে অষ্টাদশী হলেও
ধোঁয়াপুচ্ছে আগুনজনিত আত্মসাৎ 
      ---- মিলে গেল নগরমিছিলে

আনম্র এই তুমি 
গিলে খেলে পথচারণ

মৌল এবং গৌণের টানাপোড়েনে 
আদ্যিকালের ভুখাস্রোত তুমি
             আন্দোলনে বেচে এসেছ মলিনগ্রাম

এই যে, হ্যাঁ, তোমাকেই বলছি --- ঘুমতাঁত বুনতে পারো? 







রুমা ঢ্যাং অধিকারী 

Post a Comment

নবীনতর পূর্বতন