পিঁপড়ের লং মার্চ
পিঁপড়ের ডানায় মেধা ও চৈতন্য
উসকে দিচ্ছে আগুন।
বিপ্লব ও মহাশূন্যের মাথায় কয়েকটা নৌকো এখনো দুলছে
আদব কায়দার ছায়া সরিয়ে
সমুদ্র আর নদীর মধ্যিখানে চলন্ত ফিসফাস
ডিজিটাল কথাকলি।
টেলিফোন ছাড়াই পিঁপড়ের লং মার্চ শুরু হচ্ছে ইউরেনাসের পাড়ায়।
প্রকাশ ঘোষাল
একটি মন্তব্য পোস্ট করুন