এই দ্যাখো তপ্তমুঠি
আমৃত্যু সংযোজন গহন ধনুকে যত অন্ধকার তীর
উন্মুক্ত রাখা বুক খড়্গের আঘাত নিতে দেহে
কোথাও কি যাবে শোনা আর্তনাদ গভীর গভীর
অতঃপর ভেসে চলা, রতিমুখে, তরণী বেয়ে বেয়ে।
কেউ কি দাঁড়ালো এসে, পাশে জল, পিছনে আগুন
কেউ কি নেভালো দীপ, ফুৎকারে, কাহিনি মাঝারে
ছড়ালো পরাগকণা, হৃদিমধ্যে জমানো ফাগুন
ঢেকে দিল বাতায়ন, বর্ণমালা, বিপুল আঁধারে!
এই দ্যাখো তপ্তমুঠি, উল্কাভস্ম, আদি শিহরন
এনেছি নরক থেকে, চুরি করে, ধ্বংসের আশায়
কালরাত্রি বহমান অবিনাশী ক্ষণ-অণুক্ষণ
বিপুল সে-অগ্নিভস্ম উল্লাসে শূন্যে ভাসায়।
একটি মন্তব্য পোস্ট করুন