কমরাধা
২৭/০৪/২২০
রাধার মনে কৃষ্ণ সদা সবুজভক্তের মনেও সঞ্চারিত উদ্ভিদের সজ্জা
সজ্জন এভাবেই বাতাস ঢালে
জানালার গভীর
শরীর অলিন্দে~পিয়ানো খোলে
নেচে ওঠে সেতার~
রাধার কাছে কৃষ্ণ নাম সদাই
১
লাল ফিকে হলেই 'কমরাধা'=?ছবিগুলোর জীর্ণ-শীর্ণ-জীবন ×জীবন× জড়ের কলতান
= নেহাৎ যেটুকু বর্ণবৈষম্য রেখে চলা
ততটুকু নদীও বুকের ভেতর খুঁড়ছে~
এখন তুলতুলে শিমুলের স্বপ্নগুলো সহাস্যে মাতাল~
২
আবারকেউ খুব বন্ধু + সময় × সময়ে
বিপ্লব বুর্জোয়া স্বপ্নের অনুগত
এ-শব্দ বাজলে মুঠোয় বিস্ফোরণ
পাঁজরে ফোটে ফুল
জেগে ওঠে অঙ্কুর...
৩
ভয়-সংশয়! কীসের এতো দামামারাজা ভয় × ভয়ে পেটাচ্ছেন ঢাক
আর প্রজাদের কানে ফিসফিস মশাল ~
৪
রাধার খোঁপায় লাল-জবা-ফুলমনে গনগনে আঁচ
কানে তেল দিয়ে যায় মাটির ঘ্রাণ
এসময় সুখ মোহময় উরুর মোহনায়
কমরেড জেগে ঘুমোলে কে ভাঙাবে ঘুম
বন্দরে রাধা
অপেক্ষায়~
৫
না নেই! সে চলে গেছে ~এই হাপিত্যেশ গায়ছে বাউণ্ডুলে হারমোনিয়াম
মনখারাপের চাঁটি পড়লেই
মালকোষ বাজে তবলায়
গিটারটি জেগেছে
এবং বন্ধু বিপ্লব ছবি আঁকলে
আঁৎকে ওঠে যমালয় ~
৬
ষষ্ঠত আমি বিরোধী বলেই তোমার অস্থিমজ্জা সজলএই শ্বাস-প্রশ্বাসে তুমিই
পক্ষ থেকে বিপক্ষে ~
পিরামিড থেকে সাপলুডো
কিংবা শ্মশান
অথচ এই কবর নিজেই খনন
নিজের হাতেই দহন
ষষ্ঠ ইন্দ্রিয় থেকে ১টি সংবেদন
নেমে আসছে ~
৭
তারপর আর কিছুই বলা যাবে নাএখন অষ্টম গর্ভের দিকে বাতাস~
ঠাণ্ডা মসৃণ পিছনে রাখা নিস্তব্ধতা ডাকছে ~
কাকে কেন এবং উদ্দেশ্য-বিধেয় কিছুই জানা নেই
জানবার আগ্রহের একটি দীর্ঘ স্পেস
তারপর কাঁটাচামচ দিয়ে তন্দুর
এক-একটি গ্রাসে রাক্ষস জন্মায়
আমির মৃত্যু হয়
অন্য পরম্পরায় জেগে ওঠে প্রদীপ~
৮
শার্টের ডানাদুটো ভেঙে পড়েছেসামরিক অভ্যুদয়ে ভূখণ্ড দখল
পাখির ছটফট ~ অতর্কিত বোতাম খোলা~
কলতান প্রিয় স্বাধীনতার শপিং মলে
উল্টেপাল্টে দেখছে দেখাচ্ছে
খাচ্ছে মাখছে ললিপপ~ জনগণ
আহা রঙিন আলো জ্যোতিষ্কের বিচিত্র বিচ্ছুরণ
ঝলসানো রুটির মতোই ফুলছে ~
৯
এই দেখা শেষ দেখা নয়দেখার ভেতর লুকিয়েছে অসংখ্য না-দেখা
অন্তরে রাধা বেঁধেছে আবার নতুন ঘর ~
ঘরের ভেতর ঘর, তুমি নেই
প্রিয় স্বাধীনতা রঙিন আলোর স্বদেশ
এই অন্ধ আলোয় ঢাকা নগ্নতা
দারিদ্র × দারিদ্র = আমাদের চারপাশ ÷ মুখরিত উল্লাস
= টুকরো টুকরো কাচ ও পারদ ~
আমিনুল ইসলাম
পরিচয়:
ভুবনডাঙা ওয়েব ম্যাগাজিন ও পাবলিকেশনের সঙ্গে যুক্ত।
একটি মন্তব্য পোস্ট করুন