বসন্তের সন্ধ্যা-রাগ
আমিনা তাবাসসুম 

বুকের ভেতর টানটান উত্তেজনা চরমে উঠলে
চাঁদ থেকে ঘি কিনে আনি।
তারপর ফাল্গুনের শিমুল পলাশে তুমি কৃষ্ণ হও
আমি সরিয়ে রাখি আমার সমস্ত কালশিটে
শরীরের অভিসারে দুটো প্রাণে যখন
আগুন জ্বলছে মহাসাগরীয়
সেই লোনা জলের গভীরতায় স্পর্শ খুঁজি চুম্বনের।
একটা সন্ধের পরে রাশি রাশি প্রেমের মিছিলে
সূর্যের ঠোঁটে লেগে থাকে ধূসর আগুন।
আমি লাল অক্ষরে তার রঙ দিয়ে লিখতে থাকি
লিখতে থাকি আমার বুকের বা পাশে
যেখানে তুমি বসন্ত এলেই দাপাদাপি করো ইচ্ছেমত
আর এলোমেলো ছড়িয়ে রাখো লাল হলুদ কৃষ্ণচূড়া।




3 মন্তব্যসমূহ

  1. অসাধারণ লাগলো আমিনা তাবাসসুম এর কবিতা গুলো। আমিনা তাবাসসুম এর আরো আরো কবিতার অপেক্ষায় রইলাম ভুবন ডাঙ্গা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন