গোলাপি টিউলিপ
কার্তিক ঢক্
লাক্সকোজি কথা গুলি
কিছুতেই ডানা মেলতে পারছে না!
ভারি হাওয়ায় মগডালে ফুটে আছে গোলাপি টিউলিপ --
রক্ষী তার পাঁচমুখি বাস্তুসাপ...
গুনগুন করছে রোদ্দুর ---
লুকোচুরি রংয়ের ফাঁকা কার্ণিশ খুঁজছে।
বুকে হেঁটে যে সরীসৃপটি গন্ধ খুঁড়ছে
টেস্ট পিচের রুখু ধুলোয়
সে ড্রাগন হতেই পারে, রাবণও -
তবুও,নেটওয়ার্ক অপেক্ষা করছে
ফুলের সিগনাল জোনে ঘাস জ্বলবে
না আগুন-ল্যাম্প...
একটি মন্তব্য পোস্ট করুন