সন্ধ্যের নেলকাটার

(একটি প্রভাবিত রচনা)

তাপস গুপ্ত


 নখ কাটার মত

অভিজাত অবসর আসেনি এখনও

তাই


ক্রমশ ছোটো হয়ে গুঁড়ো আকাশ

জানলার ওপারে এলেই

মাটিতে পাতা বিছানা হইতে

দু পা তুলিয়া দিলাম

কোমর ভেঙে জানলার ওপর

সটান চোখ যায় ট্যাঙ্কির

পাইপ ছাড়াইয়া ফুরিয়ে যাওয়া

ভাঙা বিকেলের ফ্যাকাসে আকাশে


অতঃকিম

আকাশের ওপর ভাসিয়া ওঠে কিছু ছবি

আকাশের ওপর বাজিয়া ওঠে কিছু কথা

একটা কাক আসিয়া বসে জলের পাইপে

ঘাড় বেঁকিয়ে খুঁটিয়া চলে পালক

ঘাড় বেঁকিয়ে দেখিতে থাকে আকাশ

একটা কাক একটা ডাক ডাকিয়া হারাইয়া যায়


সেই ডাক বিন্দু

জানলার ওপর স্থিত পায়ের বুড়ো আঙুলের

নখে ঘুরিতে ঘুরিতে কয়

এইবার আসিছে পালা নখ কাটিবার


সন্ধ্যের নামে আঁধার নামিলেই

মুখোমুখি বসিবার তরে

শুরু হবে কিছু লেনদেন

নাই বা রইলো সেই মিহি চূর্ণ মোমশিখা

নাই বা রহিল সেই সন্ধ্যা নামক নেলকাটার….

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন