অন্তহীন
গোলাম রসুল
হারিয়ে যাওয়া বিহ্বলতার মধ্যে আয়না গুলো খুলে যাচ্ছে
অন্তহীন আমি হাঁটছিলাম
আমার সতেজ পায়ে দুটি গাছ
আর তাদের পাতার এক কোনে আলো জ্বলছে
একটি মসজিদের মিনার আমার সঙ্গে হাঁটছিল
তা আর দেখতে পাচ্ছি না
দু একটি রং
নাম বলতে পারবো না
আকাশে ভাসছে
সময় কাটাতে আসা কিছু ফরাসি মেয়ে
সমুদ্রের ওপর খড়ম চালিয়ে উড়ে যাচ্ছে
আমি অদৃশ্য হয়ে যাচ্ছি
সেই সব পাখিদের মতো যারা উড়তে উড়তে বরফে ঢাকা পড়েছিল
একটি মন্তব্য পোস্ট করুন