ওগো সাহেবান কৃষ্ণচূড়া
অভিজিৎ দাসকর্মকার
তোমায় বলছি...
ওগো সাহেবান কৃষ্ণচূড়া ;
টেবিলের কিশোরীকোণে অ্যাফেয়ার আর পিতৃবক্রী প্যাশন, ফাংগাল হয়ে জমছে_____
এগিয়ে আসছে
গতরাতের রক্তক্ষরণ এবং
ফালাফালা হওয়া স্বতন্ত্র বেপরোয়াপনা
আজ আমুদে মুখোশের পিছনে অসুখ, এবং
তার মগডালে বসে প্রতিটি প্রতিকূলস্রোত ইন্তেজার করছে, ১টি স্যান্ডউইচ ও ইলাস্টিক ছেঁড়া কবিতার,
এদিকে নদীও জলের রূপে বইছে,
পূর্ব-পশ্চিম বিস্তীর্ণ পকেটের ফুটো, বাড়ছে বিভক্তি
অনিশ্চয়তা, তবুও
আঙুল আর ঘাটির জলের
হাড্ডাহাড্ডি শান্তিচুক্তি কমপ্লিট,
ঘটির নিচে ভেঙে পড়তে পারে পরিচিত ২- ৩টি আস্ত সম্পর্ক______
বেহালার বৈঠা আর উনবিংশতার স্মৃতি,
মিথ্যুক ভাবে হ্যালান, আর
আড় চোখে তাকিয়ে
ভাগ্যিস চোখের সমীকরণে স্থির ঘামের কোন গন্ধ নেই———
সুন্দর
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন