আলো 

বর্ণজিৎ বর্মন


আলোর

ভিতরে ঢুকে বেমালুম 

ভুলে যাই তোর কি রঙ ?


ঝর্নার 

ভিতরে ঢুকে আচকরি 

কতোটা গভীর শোক?


গাছের

ভিতরে প্রবেশ করি একা 

চুপিচুপি 

তুমি কখন ঘুমাও শ্বাস ?


শব্দের মিছিলে

ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি আচমকাই 

এখানে কতো আলো ,কতো ছায়া ঢাকা মেঘ ,কতো নদী ,

কতো গাছ ,পাখি ,হরিণ -

প্রতিটি আলোর প্রতিফলনে চেতনা রঙিন -

এভাবেই বেঁচে থাকি 

নিস্তব্ধ আলো টুকু নিয়ে

Post a Comment

নবীনতর পূর্বতন