প্রভাতসংগীত
বিভাবসু 

হায়ারার্কি ডুবে যেতে থাকে এবং বৈশাখ মাস জুড়ে আমকথা। নৈরাজ্য জেগে ওঠে। জেগে ওঠে সুশোভন মৎস্যান্যায়। তুমি ফোঁপরা হোয়ে যাওয়া ভ্রমসংগীত। কাছাকাছি কোথাও জলাধার নেই। নেকনজর ইতঃস্তত সম্প্রসারণশীল। ঊষালগ্নের যৌনতায় প্রতাপ কাকতলীয়। খুব ডামাডোল এখন। মরীচিকা ভণিতার মত কপালে এঁকে দিচ্ছে রাজটীকা।  যতটা ভেবেছিলে, ততটা দাও তুমি মারতে পারনি। এটা পরিতাপের। তাকে প্রতাপ বলে চালানো অন্যায়।

লগ্নে ঊষা। যারা উঠে পড়েছে তারা সবাই কর্মময় এমনটা ভেবো না। কেউ কেউ ঘুমরোগা।

লকডাউনে হারকাটাগলির বাঁধা বান্ধবীর খবর নিয়েছো বাবু? 

এনার্কি নিয়ে ইয়ার্কি ঠিক নয়।
পুলটিসমারা জীবনে ফুলটুসি কই?

Post a Comment

নবীনতর পূর্বতন