রেমব্রাঁর মেয়েরা
কোন সুন্দরী মেয়েকে দেখবার জন্য ৩০০ কিলোওয়াটের
আলোর দরকার হয় না
বরং তুমি সিদ্ধান্ত নাও কীভাবে চাও মেয়েটাকে
প্রেমিকা হিসেবে
না কি নিছক নির্দিষ্ট সময়ের সঙ্গী হিসেবে
যাক রেমব্রাঁকে চেনো তো
ওকে দেখো ওর সঙ্গে মন খুলে কথা বলো
দেখবে সত্যিকার সুন্দরী মেয়েরা আছে আলোআঁধারিতে
যা হোক কবিতা লেখা কিন্তু কোন কাজ না
শোন জগতে অনেক কাজ আছে
মুখ বন্ধ রাখাটাও কাজ
সংসার আছে যৌনতা আছে
মুখের থুতু ফের গিলে ফেলা আছে
অনর্গল মিথ্যে বলা আছে
রাজনীতি আছে পরস্ত্রীর প্রতি মোহ আছে
ক্ষমা আছে অন্তর্বাস আছে
দহন আছে বিশ্বব্যাংক আছে
শোন হিসু করাটাও কাজ
হাসিঠাট্টা আছে নৈমিত্তিক বাজার করা আছে
হাততালি আছে চুরিচামারি আছে
হাগুর বিখ্যাত মিউজিয়াম
সম্মেলন আছে রাক্ষস-খোক্কস আছে
আছে ৩ মিনিটের মনখারাপ
অন্ত্যেষ্টিক্রিয়া আর নৈশভোজের শেয়াল
শেয়ার বাজার আর খাঁটি বাংলা xxx
বিসিএস এক্সজাম আর ক্রিকেট
ফুটো ফুসফুসের এক ছাতা
ওহ চিন কিন্তু মুক্ত বাজারের স্বাদ পেয়ে গেছে
টিকে আছি আমিই শেষ কম্যুনিস্ট
মুখোমুখি শয়তান
সারাদিন বহু ঝক্কি গেছে
এখন আমি পান করবো
আমার গ্লাস ভরে দাও ওয়েটার
উহু দুটো গ্লাস
আমার সামনে মুখোমুখি বসে আছে শয়তান
তুমি দেখছো না
আমরা বেঁচে রয়েছি আমাদের রাত আছে বলে
আমাদের টেবিল
আমাদের টৈটুম্বুর গ্লাস
আমরা ভাগ করে নিই
আমরা
আমি আর শয়তান
খিস্তি করি পরষ্পর
হাতাহাতি কান্নাকাটি চালিয়ে যাই
যতক্ষণ না কাকেরা এসে ভোরটাকে চীরে ফেলে
দিন শুরু হলে সভ্যতারও শুরু হয়ে যায়
সূর্য তো সভ্যতার গোলাম
আমাদের আর দেখাসাক্ষাৎ করার
সুযোগ হবে না
ফাঁস
যে কেউ
আমাকে ফাঁসিয়ে দিতে পারে
ইয়ায়োই কুসামা
গত পরশু এই কাজটাই করেছে
ওর সহজ ও নিঃশঙ্ক ডটগুলোকে
যদি
কোথাও বিক্রি করে দিতে পারতাম
ডেভিড তৈরির আগে
যে বিশাল দৈত্যাকৃতির পাথরটা বছরের পর বছর ধরে
ক্যাথেড্রালের পেছনের বাগানে পড়ে ছিল
ওটা নিশ্চয় কেউ কেউ দেখেছে
কিন্তু যেদিন মাইকেলাঞ্জেলো আর আমি প্রথম ওটা দেখলাম
আমরা বিস্মিত হয়েছিলাম
আর
ওটা যে পাথর না
ওর ভেতর যে প্রাণ আছে
ওটা মাইকেল তখনই আমাকে বলেছিল
আমি ফেঁসে গিয়েছিলাম
এখন
এই রাত এগারোটা উনষাটে
আমার না লেখা কবিতার সঙ্গে একই টেবিলে
আমি বসে আছি
টের পাচ্ছি
টের পাচ্ছি
ও আমাকে ফাঁসাবার ছক কষছে
শিশির আজম
Shishir Azam
জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮
জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
মুঠোফোন ও হোয়াটসআপ নম্বর : ০১৭১৭৩৮৭৯০৭
ফেসবুক লিংক :
mail : shishir01978@gmail.com
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
বিষ (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সম্পাদিত ছোটকাগজ : শিকড় (৫ টি সংখ্যা প্রকাশিত)
সম্পাদিত কবিতার ভাঁজকাগজ : বাংলা (৩ টি সংখ্যা প্রকাশিত)
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা
একটি মন্তব্য পোস্ট করুন