অসম্ভবত
কে বলেছে সংসারী হয়েও
ভালোবাসা যায় না!
রোজ লালটিপ পরবে
নিশ্চয়ই পরবে
মাঝেসাঝে আমার প্রিয় নীলও
ইচ্ছেটুকুই সব
ভিক্ষা করতে করতে
আমি কি কবিতা লিখি না...!
এমনও হতে পারে
কথা বলতেই হবে এমন তো নয়
ইচ্ছে না হলে বোলো না
দেখা হোক
পাশে বসি পাশাপাশি
ঘাটের সিঁড়ি বেয়ে ওঠানামা করুক সময়
যত খুশি
নীরব থেকো, আমিও
জেনো পৃথিবীর আয়ু ফুরলে
পরমায়ু আছে অশেষ, দুজনে
আরও যাব নির্জনে
আরও হব চুপ
আরও অধিক হব কাছাকাছি
অস্থির অস্তিত্ব
যে কবিতা বিরলে পড়ার
তা দুখের বা লজ্জার।
অস্থির কুমারীর অঙ্গ খুঁটে
অক্ষয় দোষে
বিবাহ লাগে।
রেশমের নারী জাগে ফুরনের রাতে
বাতাসও অনন্যোপায়, সাগরের
কোমল লবণ ছেটায় শ্যামল নির্জনে!
রেবতী সুখী হয়, আলো পায়
তারার নামে...
ভালোবাসার কবিতা আমারও আছে
কবে যে তোমাকে দিয়ে ঋণী হব ক্লান্তিহীন
পিরিয়ড
হাটের দিন
বাজারতুতো কুকুরবিড়াল
মাছমাংসের রক্ত ছুঁয়ে লঘু পায়ে হেঁটে যায়
ঘুমের ভেতর স্বপ্ন দেখে ষোড়শী
নরম গোঁফের ঘাম মাখিয়ে
যোনি শুঁকে চলে যায় কেউ
পুরুষ ও প্রকৃতি
তোমার সাথে আমার
প্রেম নেই
ঘৃণা নেই
নেই মিলন নেই বিরহ
শব্দ বা শরীর চালাচালিও নেই
অথচ সময়ের অমোঘ চালে
দুজনেই দুজনের খাঁজে আর ভাঁজে
আলবৎ জ্যোৎস্নার কামড় বসিয়ে দিই...
সৃশর্মিষ্ঠা
একটি মন্তব্য পোস্ট করুন