দোঁহা



৪৬৬
ভূমিকম্প-আঁচে, লাল গোপী খোঁজে বুঝি আপনার ফাগ! আমার নির্বাণ-যজ্ঞে দিয়ো গৌতমের সিক্ত অনুরাগ।




৪৬৭
দলা মোচড়ানো কাগজের পাতা- খুলে পাই মুখোশের জালে মানুষের মুখ, প্রেমের মাধুরী যমুনায়, রাধা কি বুঝেছে কাগজি অন্তর ফোঁড়ে কতটা অসুখ!




৪৬৮
চূর্ণ মনেরে কী করে চিনিব, পাইব গোপনে রাখিতে বিন্দু আঁকিল জলের পদ্ম-পাতার ছায়াতে ঢাকিতে, মেঘলা দিলের পাতার বাঁশিতে বিধুর কাদার বালক খুঁজে খুঁজে তার ক্লান্তি জমায়, কে যেন ছড়ায় পালক।



৪৭২
চোখের মুগ্ধতা নিয়ে ঝুলে আছ জানালায় অচেনা কায়িক-ছায়া... কার ডাক শোনা যায়। দূর-ইশারায় শুদ্ধ হয় মায়া-বন্দি মন... আউলা আবেশে সুফি, সঙ্গ-সুখ উচাটন?

Post a Comment

নবীনতর পূর্বতন