ট্রিগার-হ্যাপি

বকুলকে কবুল বলছে
বকুল বকুল
ট্রিগার-হ্যাপি মানে
একটা অবান্তর সিগন্যাল হচ্ছে
প্রান্ত বদলে যাওয়া
তীব্র একটা ভাষায়
ম্যাপ হয়ে
একটাই হত্যাদৃশ্য
বারবার
বিরচিত হচ্ছে নানাভাবে
কার জন্য
রিটেকের পর রিটেক
স্নায়ু অবধি
রাস্তা গলে যাচ্ছে তখন...







একটি অধিবৃত্তাকার উচ্চারণ

একটি কালো চশমার সাথে
জ্যামিতিক ব্যবহারে
প্রিয় অধিবৃত্তের
দেখা হচ্ছে
ঘুরেফিরে
পুরনো
দিন
কাঁচ
বিষয়ে
যা যা স্মৃতি
এগিয়ে আসছে
ফিবোনাক্কি সিরিজ
বড়ো হতে হতে ফুরিয়ে গেল
আমাদের উচ্চারিত সমস্ত ডে-ফর-নাইট…






যতদূর ব্রেক ২.০ ভার্সন

ঘুমের ভেতর ভেতর
একটা পাথুরে নক্সা হয়ে
চিরহরিৎ
লং শট
আঙুল বদলে বদলে
হাত থেকে পড়ে যাওয়া অন্যমনস্ক রুমালের ছায়া
যতদূর
ব্রেক দুই দশমিক শূন্য ভার্সন বরাবর
লিচু খেতে খেতে ভাবছি
লিচু খেতে খেতে ভাবছি
ওয়াজ আই ক্যারিয়িং সামথিং
ওয়াজ আই ক্যারিয়িং সামথিং
আর
চ্যানেলে চ্যানেলে একটাই গান সারাগায়ে
জড়িয়ে যাচ্ছে
কেমন মন...






দূর থেকে লেখা স্বীকারোক্তি

স্মৃতি ও দ্বিধার মাঝে
ব্যালেন্স করতে করতে যতদূর
ধ্বনি পৌঁছল না
অস্পষ্ট
অর্থাৎ
দূর থেকে লেখা এইসব কবিতায়
রঙ হল
গাছবিষয়ক যে প্রাচীন স্বীকারোক্তি
কাঁপল কি কাঁপল না
ফ্ল্যাশব্যাক
মোহতরমা মাদমোয়জেল তিরতির
ছায়াভর্তি
বিভাষা পর্যন্ত
নির্মাণ পর্যন্ত
একটা রাজনৈতিক অনধিকার সাদাকালো হতে হতে...






স্মৃতি একটা অগভীর অনুষ্ঠান

চাঁদ অবধি এই গুণ করছে
একটা দিনের গল্প হয়ে এত এত চোখ
নড়ে বসছে
স্মৃতিছাপ নামের একটা পলিমাটি
ন্যারেটিভে ফিরে এলো
বারবার
নতুন হলো কেমন
একটা রূপোলী দরজার বর্ণনা
আলো কেটে ফেলতে ফেলতে
একটা পাথর হয়ে
এই শব্দ
পরের পর দিবসে দিবসে
বয়ে গেল বেলা হয়ে
কার গভীরতায়...






এই স্বর

চোখ পড়ছে আর
সেতুর আঙুল থেকে ঝরে যাচ্ছে
চিরহরিৎ
যে দিন
লং শটের ভেতর ভেতর
আমাদের লেন্স
কাঁপল কি কাঁপল না
ফোকাস-ভর্তি দ্বিধা হয়ে
এই স্বর
এই পুরনো হৃদয়
সরে যাচ্ছে
ক্যামেরা থেকে আরেকটু দূরে ক্যামেরায়
যে রঙ পড়বে না
স্থিতাবস্থার আগে ও পরে...





পুনরাবিষ্কারের কথায়

গানওয়ে বরাবর ঝুঁকে আসতে আসতে
যে লালচে ফ্রেম
হাত থেকে হাতের বাইরে
পরপর রূপোলী ছায়ার স্রোতে
ঘুরে যাচ্ছে
কবেকার অডিও-ভিশ্যুয়াল
ফ্রিজ করা
একটাই কবিতায় বারবার
দুলতে দুলতে
পুনরাবিষ্কারের কথায়
স্মৃতিছাপ আঙুল পর্যন্ত এই
ভাঙা ভাঙা পংক্তি
কেমন প্রাসঙ্গিক হয়ে
দ্রুত বোতামেরা ফিরে আসছে...





স্মৃতিরূপ

অথচ শব্দটি নিয়ে
এই ঘোর
কেঁপে উঠতে
শব্দ রূপে স্মৃতি রূপে ধাতু রূপে
অর্থাৎ
যে নিপাতন
নাভি পর্যন্ত
যে ভ্যালেনটিনা
স্থির
শব্দে
শব্দে
তার সঙ্গে অনেকদিন
যে বিনিময় পর্যন্ত
বিভাষায় কেমন রোদ
শুধু
ভুল জায়গায়
ফোটোগ্রাফারের ছায়া পড়ে যাচ্ছে বারবার...





ঘোর

সংখ্যায় সম্পর্ক এসে পড়ছে। বাঁকা ক্যামেরা। প্যান করছে তো করছেই। ঈষৎ ঢালু অভ্যাস বরাবর গড়িয়ে যাওয়া প্রিয় সম্বোধন ও লীলা। কে কার অগাস্ট বড় করছে। এই ঋণ। অপেক্ষা এক আর্দ্র স্বাদ। কোরকযাপনের কথা ভাবতে ভাবতে মুদ্রা এক গুণ হয় অথচ। ধাতু যে ক্ষয়। জিভ বদলে চলে গেছে বালিশ পোড়ানোর ছায়া। ফ্রেম অথবা রঙ্গতরঙ্গদৈর্ঘ্যের আমি কিছুই বুঝিনি তবুও। সারাদিন পড়ে যাওয়া যে গান তুমি কার মতো। সে এক ভেতর ভেতর থেকে যায় কোথাও। বিম্ব অর্থে এক জলজ প্রতীতি। যে এই প্যালিনড্রোম। ছায়ার মাশুল খুঁড়ে বার করে জমানো ঘরবাড়ি, বিপরীত মুদ্রার ঘোর...





একটাই ঘন স্বপ্নদৃশ্য ওখানে বারবার রিটেক হচ্ছে


অস্পষ্ট কবিতার কাছে অস্থির সাম্য মানে একটাই ঘন স্বপ্নদৃশ্য ওখানে বারবার রিটেক হচ্ছে সরল আঙুলের স্মৃতিতে সারাদিন তোমার নাম অনুমতির ভেতর হারিয়া হাফিজ ভাষা তাদের বহন করছে না কি তারা ভাষাকে এসকেপ রুম পর্যন্ত দুটো স্মাইলি পর্যন্ত যে খেলার শেষে সবাই আবার ফিরে আসবে একটার পর একটা গ্লোরিফায়েড কাঁচের দরজার ওপারে গেট আউট অফ য়োর প্যান্টিজ যে তুমি জলের দাগ ঘষে ঘষে কেমন মসৃণ একটা ইচ্ছের কথা ব্লু বেরী ক্যামেরায় ছায়াবদল হচ্ছে খালি মিছিল নীরবতা ফেনায় ফেনায় লাল রঙের একটা নীল বাঁকা দৃশ্যের ভেতর হাওয়া বড় হচ্ছে হাওয়া ছোট হচ্ছে...







নীলাব্জ চক্রবর্তী

 

শূন্য দশকের কবি। বিভিন্ন সময়ে জার্নি৯০স, বাক্, অপরজন ইত্যাদি পত্রিকার সাথে যুক্ত ছিলেন। জার্নি৯০স, বাক্ ইত্যাদির সংকলনের সম্পাদনা করেছেন। সজল বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত কবিতার সংকলন 'সজল সরণী'-র কাজ করেছেন 'গ্রাফিত্তি' প্রকাশনার সাথে। এপার-ওপার বাংলা এবং বহির্বঙ্গ মিলিয়ে অনেক পত্রপত্রিকায় লেখা প্রকাশিত।

 

জন্ম অগাস্ট ১৯৭৭

 

প্রকাশিত বই 

·        পীত কোলাজে নীলাব্জ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক)

·        গুলমোহর... রিপিট হচ্ছে (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক্)

·        প্রচ্ছদশিল্পীর ভূমিকায় (জানুয়ারি ২০১৪, কৌরব)

·        লেখক কর্তৃক প্রকাশিত (জানুয়ারি ২০১৭)

·        আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন (জানুয়ারি ২০১৮, ঐহিক)

·        কোনও চরিত্রই কাল্পনিক নয় (উপন্যাস, জানুয়ারি ২০১৯, সৃষ্টিসুখ)

 

ভালোলাগা  

গানের পুরনো আর কবিতার নতুন।


স্বপ্ন 

মনের মতো একটা শর্ট ফিল্ম তৈরী করা।


Post a Comment

নবীনতর পূর্বতন