অর্পিতা আচার্য 


আরোগ্য 

যুদ্ধ করছি, যুদ্ধ করি বারবার 
ছুঁয়ে ছুঁয়ে কবিতার হাত 
করেছি চুম্বন তাকে কতবার নামাতে সাপের বিষ 
ওঝার মতন, সমাচার দিয়েছি দুঃখের 
বলেছি লিখেছ? লিখেছ আমার কথা?
পাশবালিশ বানিয়ে তাকেই জড়ামরি 
কাটিয়েছি রাত, দীর্ঘ জাদুময়, ভিজেছে অক্ষর 
দংশন করেছি তাকে আত্মহত্যা ক্রোধে 
যৌন ক্ষুধাময় স্বমেহনে মন্থন করেছি 
মুচড়ে দিয়েছি হাত 
অক্ষর আয়ুধ, তাকে অস্ত্র করেছি
আমাকে ধ্বংস করতে। আমাকে বাঁচিয়ে তুলতে। 
আমাকে জাগিয়ে তুলতে, রাত শেষ হলে।




স্বগত 

শরীর উলঙ্গ হলে কে কাকে জানতে চায়?
মজ্জার ভেতর শাঁস কে খোঁজে কোথায়?
শব্দহীন রাত শুয়ে থাকে, 
উল্টো দিকে ঘুরে পরস্পর 
যে যার হৃদয় দ্যাখে। যে যার দুঃখের সঙ্গে 
করে নেয় একক সঙ্গম।

Post a Comment

নবীনতর পূর্বতন