রাজা ও ঈশ্বর 

রাজা অপার ক্ষমতাধর হলে 
ঈশ্বরও কি তার গুণমুগ্ধ হন?  
কিংবা তার খিদমতগার? 

রাজডঙ্কা রাজঘোষ করে 
রাজার অনন্ত জয় জয়কার  
নিরবিচ্ছিন্ন পরিকল্পনায়। 

রাজা অনন্ত স্বৈরাচারী হলে 
ঈশ্বরও কি নতজানু হন? 
প্রজারা শুধুই উলুখাগড়া? 


২) 

নবায়ন 

উৎপলেন্দু পাল 

চলো একটু খোলস বদলে নিই 
বহুল ব‍্যবহারে জীর্ণ বাক‍্যগুলো 
প্রতিস্থাপিত করি অনাবিষ্কৃত নতুন শব্দে , 

এসো মুখোশটাকেও বদলে নিই 
ক্লান্ত অবয়বে গেঁথে তাজা বসন্ত 
এক ব‍্যক্তিরহিত অপরিচিত অনন‍্য মুখে । 


৩) 

দশ শব্দের কবিতা 
--------------------------- 
জীবন 

উৎপলেন্দু পাল 

জীবন মানে 
স্রোতে ভাসা নয় 

জীবন মানে 
স্রোতের বিপরীতে সাঁতার। 

Post a Comment

নবীনতর পূর্বতন