ফিনিক্স
পুড়তে পুড়তে শিখে গেছে । শিখে গেছে
কী ভাবে জলের মতোই খেতে হয়
আগুনের আঁশ
জানলা বন্ধ করে রাখা এযাবৎ যত পাখিপাঠ
তারাও শিখেছে । শিখেছে কীভাবে পাথর চাতালে
গাঢ় হয় মোহিনী মুদ্রার নাচ ! শিখেছে
কীভাবে এই আঁটসাঁট হাতকড়া জোড়া
দুধ জ্বালিয়ে জ্বালিয়ে রাঁধে
আতপ সুবাস
চিতল মাছের মুইঠ্যা গড়িয়ে নামে
লকলকে জিহ্ববার স্বাদ
সন্ধ্যে এলিয়ে এলে , ঠাকুরের ঘর
শাঁখ ও প্রদীপের ভালো
অন্ধকারে মনিবির স্বর খর থেকে
আরও
খরতর
বুঝে নেয় নুনের হিসাব
একান্ন খণ্ডে ছেঁড়া রক্ত ও রস
ছাই থেকে তুলে আনে
পুনরাবির্ভাব
একটি মন্তব্য পোস্ট করুন