কুর্চিফুলের দেশ

ছেলেটা বিশ্ববিদ্যালয়ে আসবার আগে
রাজনীতি বিষয়ে প্রাথমিক পাঠটাও নিয়ে আসেনি।

যারা চমৎকার এই রাজনীতির আপেক্ষিকতা অনুধাবনে সক্ষম
আর নিজের ভালমন্দ, কুর্চিফুল বা কালবৈশাখী
অন্যের হাতে ছেড়ে দিয়ে সুখী
তারা মূলত মরে না!

মরে?

দেখুন আমাদের ছেলমেয়েরা পড়াশুনাকে
চূড়ান্ত বৈষয়িক ব্যাপার বলেই মেনে নিয়েছে।

ঘুস, চুরি বা কালোবাজারির পয়সায় কোন কোন পিতা বিদেশে পাঠাচ্ছেন
সন্তানকে
যে কি না বেশ নামও করছে।

এই তপ্ত রাস্তার মাঝখানে ছেলেটা মৃত।
ওর বোতামখোলা সার্টের ভেতর সদ্য ঝরে পড়া কয়েকটা পাতা
যেগুলো এখনএ ক্লোরোফিলের অস্তিত্ব ধরে রেখেছে।

আর সূর্য যেভাবে ওর কপাল বরাবর নিজেকে ছড়িয়ে দিয়েছে
তাতে পথচারীরা বিব্রত।

হ্যা গুলিটা ঠিক কপালের মাঝখানে বিঁধেছে
সূর্যের মতো লাল।

কি বললেন, এই মৃত সন্তান আপনার?

আর ঐ বন্দুক আপনার টাকায় কেনা?






আমি শিশির আজম

আমি শিশির আজম
বাংলা ভাষায় অশ্লীল কবিতার আধুনিক রূপকার
আমি তেমন কবিতা লিখতে চাই
যা প'ড়ে মৌলবি সাহেবের বিবি নামাজে দাঁড়িয়ে অনবরত সুরা ভুল করবেন
চতুর্দশী বালকের নিম্নাঙ্গে লেগে যাবে অরণ্যছাঁচ
আমার কবিতার শব্দগুলো হবে বেয়াড়া, অছ্যুত, কালো
শব্দগুলো অন্তত জ্বালিয়ে দিতে সক্ষম হবে একটি সচ্ছল গামেন্টস ফ্যাক্টরি
যেখান থেকে দশ হাজার শ্রমিক খালি হাতে বেরিয়ে এসেছে
ছোট্ট একটি শব্দ ঢুকে যাবে পিরামিডের তিন হাজার ফুট গভীরে
দেখবে সে এক এলাহী কান্ড, আরেকটি নীল নদ, রক্তের
যে রক্ত একসময় খেলে বেড়িয়েছে সভ্য মিশরের বিশ লক্ষ দাসের শরীরে
আমি শিশির আজম
বাংলা ভাষার কবি
মাতৃভূমির অর্থ আমার কাছে এক বোবা নীহারিকা বা এক বেশ্যার মুখ
যার হাতে টাকা আছে সেই ওকে ধর্ষণের অধিকার রাখে
তোমরা যখন পতাকার শিরাচক্রের গাথা বলো
আমি জড়িয়ে পড়ি বোনের শতছিন্ন শাড়িতে
প্রজাপতির মতোই সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানগুলোর নিজস্ব সৌন্দর্য রয়েছে
ক্লাস্টার বোমার রয়েছে তাৎক্ষনিক চিত্রকর্ম তৈরির ক্ষমতা
আমি শরতের বিরুদ্ধে
সভ্যতার বিরুদ্ধে
জোসনার বিরুদ্ধে
আমার কবিতায় বৃষ্টির বদলে কাঁকরের প্রাধান্য
আমি জন্ম দিই তিন মাথাওয়ালা কবিতা, নিরেনব্বইটি পা
যা অভিনয় ও রীতিনীতির ধার ধারে না
আমি চাই সভা-সমিতি-সম্মেলন হতে দেশ মুক্তি পাক
সিনেমা হলগুলোতে বোমা পড়ুক
গ্রামের সবচে ভদ্র ছেলেটি পরকীয়া কী, এ-ব্যাপারে ন্যুনতম জ্ঞান অর্জন করুক
এতে করে আনকোরা যুবতী বউকে সামলানো তার জন্য কিছুই না
রাতে তারা দেখা এক বিলাসিতা
বাপ-মার প্রতি শ্রদ্ধা দেখানো নিরক্ষর
বুদ্ধিজীবীরা আমার টার্গেট
আমি লিখছি রাষ্ট্রদ্রোহমূলক কবিতা
আমি শিক্ষা মন্ত্রণালয় উঠিয়ে দেবার পক্ষে
আমি আবেদন রাখছি, পুরুষ বেশ্যাদের নৈতিক স্বীকৃতি দেওয়া হোক
আজকের সার্বভৌম রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের দরকার 
নেই
একটু সজাগ দৃষ্টি দিলেই আপনারা বুঝতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী যৌনশক্তিহীন
আমরা অযথা উত্তেজিত হই
অশ্লীলতা আমার দর্শন
ভাষা শহীদদের নিয়ে কবিতা লিখতে আমি অপারগ
বরং প্ররোচনা দিচ্ছি
চাষীরা যেন রাজধানী ঢাকাকে ঘৃণা করতে শেখে
চাষীদের মেয়েগুলো যেন কনডম ব্যাবহারে অনিচ্ছুক হয়
ভোরে শিউলি কুড়োনো এই পরিমিত সময়ের সাথে বেমানান
আমি শিশির আজম
আমি শান্তিচুক্তি বিরোধীদের সঙ্গে একাত্ম
পৃথিবীর যে কোন প্রান্তে সন্ত্রাসী কর্মকান্ডে আমি উৎফুল্ল
আমার যা ক্ষমতা, অশ্লীলতার বিস্তৃতি চাই তারও অধীক
আর বড় কথা হলো, আমি উজ্জীবিত
আমি বাংলা ভাষায় অশ্লীল কবিতার আধুনিক রূপকার






কবি শিশির আজম সম্বন্ধে :

জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : 
                     এলাংগী, কোটচাঁদপুর
                     ঝিনাইদহ -৭৩৩০
                     বাংলাদেশ


কবিতার বই সমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
বিষ (২০২৪)

সম্পাদিত ছোটকাগজ : শিকড়  (৫ টি সংখ্যা প্রকাশিত)

সম্পাদিত কবিতার ভাঁজকাগজ : বাংলা (৩ টি সংখ্যা প্রকাশিত)

বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা

Post a Comment

নবীনতর পূর্বতন