মায়াসত্য
যেমন হাত দুটো উড়ছে আমার
পতঙ্গ দক্ষতায় লুফে নেবো তামাম পৃথিবীর মৌজ
সৌরভতম ভালোবাসার আক্ষরিকে ভরে ওঠা কোঁচড়
দুঃখের কথারা জ্বলে উঠুক প্রাজ্ঞ মীরে,
এই সুর,তাল ,লয়, মতিভ্রম , পৌঁছে যাওয়ার কত মায়া,
পঞ্চভূতে স্থির লিখে দেওয়া
রৌরবধ্বনি আরো জ্বলুক আলোর কারসাজিতে নতুন কি এক প্রকাশ।
একটি মন্তব্য পোস্ট করুন