প্রহসন
আশপাশে ভিড়ের খতিয়ান। তাপপ্রবাহ
গিলে খায় চাঁদ, দিগন্তে স্নিগ্ধ সকাল।
প্রজাপতি আলো বিবাহ বন্ধন। কূটকাব্যে
ভোট যুদ্ধ, হত্যাদৃশ্যে আজব মাতাল। দখিনা
বাতাসে পরিযায়ী গান। দুর্নীতি তদন্তে
নাজেহাল ভূতুড়ে তাণ্ডব। ভোটবাক্স লুট
হয় অশরীরী হাত। কাঙালের শ্রীহরি সহায়।
অন্তরালে হাসে ঠুঁটো জগন্নাথ।
হা- ভাত
ফুটে ওঠে দানাদানা ভাত পেটে পড়ে না
যদিও, এমনই কাঙাল! ওঁৎ পেতে শোঁকে
ভাতের আস্বাদ। ঘ্রাণেন অর্ধ ভোজন এমত
দৈন্য কপাল। পোড়া দেশে বৈষম্য বৈভব।
মিথ্যে প্রতিশ্রুতি শুনে পচে গেছে কান। 'গরিবী
হঠাও' এ শ্লোগান বিদ্রূপ করে আজ। দিকে
দিকে বড্ড হাহুতাশ। দিন আসে দিন যায়
কাটেনা দুঃস্বপ্নের রাত। ঘরে ঘরে আজও
হা-অন্ন ভাব।
জ্যোৎস্নার রং
জ্যোৎস্নার রং নীল। অন্তত আমার কাছে
প্রশ্ন উঠতেই পারে সেটাই স্বাভাবিক। কিছুটা
অন্যমনস্ক আমি, চিন্তা ভাবনায় একান্ত স্বাধীন।
গড়পড়তা মানুষের মতো নই বিবেকের দাস
আমি, বাস্তবটা দেখি বড্ড জটিল। স্বপ্নটা
কখনও নয় রঙিন। কিছু তো উপলব্ধি করি
সমর্থনের হাত তুলি না সহসা। সমস্যাটা তখন
থিতোয় খানিক, গন্তব্য বিষয়ে মন্তব্য করি
আমার কাছে জ্যোৎস্নার রং ঈষৎ নীল।
একটি মন্তব্য পোস্ট করুন