টোপের সূর্য
সময়+মাটি+জল+শ্রম+কয়লা+আগুন = ইট
সুখি রাখার সমস্ত উপকরণই
কাউকে বঞ্চিত বা ধর্ষণ করেই পৃথিবীর আলো মাখে
একটা উদাহরণ সহস্র পর্দার আলো-বাতাস
আবার অন্ধকারও
সময়কে পাত্তা না দিয়ে ঝরেও যায়
ফুল থেকে ফলের ঝক্কি সামলে
মূল-কাণ্ড-পাতা-পাপড়ি
আদর সোহাগে নানা-বনস্পতি
অমূল্য অমূলক
এমন বলার থেকে দূরে কোথাও ডানায় বারুদ মেললে
বরং শুকিয়ে যেত
পরনের যাকিছু উতরে বটফল
মিথ্যে নানাবিধ বর্ণমালা
বিফল পাখিও দুখের অংশমাত্র
নিজের দ্রবিভূত মঙ্গলে
আজ একেবারেই আমিষ গায়ে গতরে লাগানো যাবে না
ঘষে-মেজে চকচকে
কাটমানি দিলে যমের নজর এ-যাত্রায়কিন্তু বৃদ্ধ ডানা ও ঠোঁটের কামড়ে
পাথরটিও অনড়
শেষমেশ
রক্তাভ অপেক্ষা সবুজের
মন্থর আত্মমগ্নমন্থনে
বালিহাঁস
শূন্য নয় ভর
সব মেনে নেওয়া স্বাধীন গণতন্ত্র
অক্সিজেনের জোগান
চোখ যা দেখে আমি দেখি না
আমার অন্ধত্ব মিথ্যের
স্তম্ভটির অলংকরণে
স্পর্ধিত দেয়াল তোলাও
মাখনের মতোই কঠোর
শব্দের হাপিত্যেশ
দু-মুঠো ডাল-চালের বন্দোবস্ত না হলেও
বাকস্বাধীনতার খাতিরে
দূষণ থেকে অবস্থান আলগা
চোখ থাকতে বাঁশ বনেই কেটে যাচ্ছে বানরের
একটি মন্তব্য পোস্ট করুন