নৈসর্গিক 

যা কিছু জমেছে আমানত
হাট খোলা ঘর বসতের,
তাকে কষে বাঁধি, 

সব,সাজাই মানুষ পরিপাটি
বানাই যা কিছু ঈশ্বর
গড়ে  ফেলি নিয়ে একতাল কাদামাটি
হাতের   ঘড়িতে  
ছোট কাঁটাখানা কখনো থামাই।

গতি কমে আসে
স্রোত কমে আসে
নিভে আসে বাতি
দুলে ওঠে ঝুলন্ত 
জিলিপির দৌড়।

Post a Comment

নবীনতর পূর্বতন