প্রবাহহীন প্রহরকাঁটা
পায়ের উপরে পা রাখলাম, চোখের পাতায় ঘোর
এনে পিঠ হেলিয়ে দিলাম আয়েশি অবলম্বনে
তবু খুলল না দুটি ভ্রুয়ের মধ্যবর্তী উপত্যকা
গড়ালো না স্রোত
যেন
প্রবাহহীন প্রহরকাঁটা টিকটিক শব্দ তুলে
পা বাড়াল রাত্রি শেষের পথে অথচ
এটাই একমাত্র সময় যখন জাহাজ ভেড়ে তীরে আর আমি
খালাসি হয়ে নামিয়ে আনি রাশি রাশি মণিমুক্ত
ভরে ওঠে ওয়ার্ড ফাইল, পর পর
সাজাতে থাকি কবিতা
আজ বিচ্ছিরি এক বাতাস এত জোরে বইছে যে
মাইক্রোসফটের পাতারা পর্যন্ত উড়ছে এলোমেলো ভাবে
আর আমি নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে ভাবছি
কোনটা আমার দেশ
একটি মন্তব্য পোস্ট করুন