একটি স্বচ্ছন্দ অনুভব। 

সব কিছুই ডুবে যাচ্ছে। ভেসে থাকার মতো খড়কুটোও জোটেনা। খড়কুটো ভাসাটাই সবচেয়ে হালকা ভাসা। মুখের ভাষা, চোখের ভাষা, অন্যরকম গায়ে গায়ে ভাবসাব নিয়ে আমাদের ভাষা, এগুলোও ভেসে যাবে ওই খড়কুটোর মতন।

আমাদের পূর্বপুরুষের যেটুকু পড়াশোনা ছিল, সেগুলোও ভেসে যাচ্ছে। এখন শুধু প্রশ্ন করতে হবে, আক্কেল মানে কী? মানে হয়না, হয়তো বা হয়। তবে কারোর নাম 'বিপ্লব' শুনলে... নক্ষত্ররা একজোটে বলে উঠবে চারতালা, পাঁচতালা কিংবা হাড়কোম্পানির মালিক। এত স্বচ্ছন্দ অনুভব এর আগে কোনোদিন হয়েছে কী? 

Post a Comment

নবীনতর পূর্বতন