যোগফল

ভালোবাসা হারিয়ে গেলে,
বুকের ভেতর পুড়তে থাকে জল—

জল পুড়ে পুড়ে গড়ে ওঠে জলের সমাধি। 

শরীর জুড়ে ঠাণ্ডা লাগে প্রবল,
নিজেকে চেনার দায় থেকেই নিজের প্রতি বাড়ে লাঞ্ছনা।

প্রতিটি গোপন গর্ত থেকে উঠে আসে নির্বিষ সাপ,
ভালোবাসা হয়ে যায় মুক্তি। 

হাওয়া কাটিয়ে ফেরে রাতের শেষ ট্রেন, 
আমি নেমে যাই কলঙ্কপুরে—
পথেই ছেড়ে আসি আমার সমস্ত কণা।

সকল সৎ অপেক্ষার যোগফল 
হঠাৎই ঘুম হয়ে নেমে আসে।





জ্বালা মেঘের পাড়ে 

চিহ্ন আঁকা হয়ে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবো
কোনও এক দূরের ঠিকানায়
যে দূর শান্তির, যে দূর একান্তের
যে দূর আগুনের—
সেই সব জলে ভেজা রঙিন কাগজের মতো
ফিতে ধরে ঝুলবে সেপ্টেম্বরের নকশা।

তোমাদের সাথে আর দেখা হবে না—
হবে না মাটির ভাঁড়ে চা নিয়ে তর্ক
মদের কথা উঠলেই সোম থেকে রবি প্রতিদিনই
আর হবে না মঙ্গলবার।
এতোকিছু আর সত্যিই হবে না—

চিহ্ন আঁকা হয়ে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবো 
কোনও এক দূরের ঠিকানায়।
যেখানে ঠিকানা পাঠাবার কোনও ঠিকানাই নেই
যে ঠিকানায় মাধ্যাকর্ষণ ভেতরে ভেতরে 
বিদেহী কোনও বরফ হয়ে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন