এককোপে হেলমেট
-২
দুর্দান্ত হোঁচটের পর
গায়ে লেগে থাকা
ভবিতব্যের সকাল
ঘুমিয়ে নেয় খানিক
-১
কীভাবে হেঁচকি আটকে
সাইকেল ছুট পরীক্ষার্থী
গিলে নেয় আর্কিমিডিয়ান
উচ্ছ্বাস জানে না
ভোররাতের অমাবস্যা
০
ঠোঁট ভাঙার খেলা
এসো হে বৈশাখ-এ
গলা মিলিয়েছে
হাঁস জাতীয় পাখির
উড়ন্ত স্বপ্নে জমে থাকে
তপ্ত আক্ষেপের পদধূলি
১
যেহেতু ইরেকশন সংক্রান্ত
মতামত গ্রাহ্য নয় হতাশার নীলে
তাই কখনও আকাশ ভেসে যায়
মেঘের পর বৃষ্টি ছুঁয়ে নেমে আসে
তালুর স্পর্শে আবার গা গোলানো
ন্যাকা ন্যাকা প্রেম থেকে বেঁচে ফিরতে
দেরি হয়ে যায় বড্ড
২
সময় ঘড়ির চুলায়
কড়াই ঢেলে পোস্তের
সংসার এঁকেছে হোমিওপ্যাথির
জারজ সন্তান অথচ কিছুই সম্পূর্ণ না
এমন উদাহরনের জুড়ি মেলা ভার কেননা
পায়ের নখ থেকে মাথার চুল কেবলই
ইস্তফা রঙের প্রলাপ যা শুনতে শুনতে
পেকে যায় কানের মাথা ও ঠোঁটের চুমু
একটি মন্তব্য পোস্ট করুন