পদ্মরাঙা ভালোবাসা

সূর্যই চেনাতে পারে পূর্ব - পশ্চিম 
এই বিশ্বাসে অস্থাবর ঘুমে ঘুমে 
অরণ্য আর গাছের সন্ধির আয়ু কাল। 

            তোমার চোখের বকুল গাছ- 
            তোমার বুকের সৈকত 
            বৃষ্টির গানে গানে- 
            তোমার শরীরে শরীরে 
            কদম ফোটায় আমার আটপৌরে হাসি। 
তুমি গল্প বলেই চলো 
পদ্মরাঙা ভালবাসায় 
আমি গোপনে গোপনে গাছ হয়ে উঠি।


Post a Comment

নবীনতর পূর্বতন