শূন‍্যে মিশে যাবার আগে

হে মান‍্যবর

সবার মতো আপনিও জানেন এবং মানেনও-

কোনও কিছু শুনে এবং দেখে আশ্চর্য হওয়া
এখন নিছক এক অসভ‍্যতা।
তাই সে-রকম কিছুতে 
চোখের আভ‍্যন্তরীণ গোলোযোগ বা ক্ষতি যা-ই ঘটুক না কেন
বুঝতে পারি
রোদচশমাও আসলে একটা পরিকল্পিত প্রয়োজন।

শুনেছি, ভাঙতে ভাঙতে দীর্ঘ হয়ে যাওয়াই নাকি তার ঐশ্বর্য!
তার স্বজনেরা বলছে, দেহখানির হাড়গোড় জুড়তে জুড়তে খাল-বিল পেরিয়ে যাওয়াই তার টেলেন্ট!
আবার ফুটপাতে দাঁড়িয়ে থাকা কেউ কেউ হাততালি দিয়ে বলছে, জিহ্বাটা মাটিতে ঘষটে ঘষটে কলজেটা মুখ-পথে হাতের মুঠোয় তুলে আনাই নাকি তার অভ‍্যাস! আশ্চর্য জাদু তার!

হে মান‍্যবর

এ দেশ এভাবেই তাকে বুঝিয়েছে-

শোনো পথিক শোনো প্রিয় 
নীরবে ভেঙে ভেঙে যাচ্ছো বলেই তুমি মহান!

এই স্বীকৃতিতেই তার অভিমান 

অভিমানে                             শূন‍্যে মিশে যাবার আগে 
সে দেখলো-
তার মাথার ওপর শতছিদ্র আকাশ!




(উমাশংকর রায়)

Post a Comment

নবীনতর পূর্বতন