টপ্পা ও কামিনী গাছ 

মেঘ সরুক বা থাকুক
মোরগের তাতে কিছুই যায় আসে না । 
ঝুঁটি থেকে ছায়া সরে গেলে ঘোষণা করবেই করবে
ভোর হল। মেঘ সরে যাচ্ছে মেঘের ভিতর। 
ডাল সম্বারার ছ্যাৎ শব্দ হতেই 
রসুনের গন্ধে ভরে গেল বিলম্বিত সকাল।
পুবের জানাল থেকে কামিনী গাছ 
পাশের বাড়ির জানালার দিকে হেলে পড়ে এসময়ে 
অন্য সময়ে এমন কৌতুহলতো দেখি না 
কি ব্যাপার? তুমিও কি টপ্পা ভালোবাসো ? 
হেডমাস্টারের ছোটো মেয়ে এসময়ে প্রতিদিন
হারিয়ে যাওয়া টপ্পা গানে মগ্ন থাকে।
সাইকেলের বেল ঘুঙরুর মতো একসাথে বেজে উঠলেই বুঝি
এবার বিশ্রাম থেকে ডেকে তুলতে হবে বাজারের ব্যাগ।
সাইকেলের বেল শান্ত হলে শুরু হয় পানিপথের যুদ্ধ  বালিকা বিদ্যালয়ে। 
মেঘ সরুক বা থাকুক
এ যুদ্ধ চলবে চল্লিশ মিনিট তারপর এ প্লাস বি হোলস স্কয়ার। 




সমর সুর

Post a Comment

নবীনতর পূর্বতন