চোখ 

মর্ত শব্দের অর্থ কীভাবে মরনশীল, মেলাতে গিয়ে দেখলাম
       চাবির গর্তে চোখ যেভাবে অসৎ উদ্দেশ্য বহন করে
            সেভাবেই ‌ হনুমান = হিন্দু

এবং আরও আশ্চর্য হলাম -
এই সিদ্ধান্তে  কিছু লোক তাদের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে

উক্ত ঘটনায়  নিজেকে চালাক ভেবে শেয়ালের দল বেজায় খুশি

তবুও কেউ কেউ উদবেড়াল নিয়ে ঘরে ঢুকছে দেখে  ভীষণ পস্তাচ্ছে ছাগলের বাচ্ছাগুলো

আমি  একটি কুকুর পুষব  ভাবছিলাম

দেয়ালের পোস্টার থেকে এক দেশপ্রেমিক হাসি দিয়ে বলল- সাবাস

সামনে এগোনোর জন্য ধূর্তামির চেয়ে বিশ্বস্ততাই বেশি জরুরি



রণজিৎ পাণ্ডে

Post a Comment

নবীনতর পূর্বতন