চন্দ্রনাথ শেঠ - এর
পাখিদের গ্রাম
[১]
জাস্ট জানা গেল। বনতলি সাফা। ছড়িয়ে ছিটিয়েকাটা নুলো হাত। দশচাকা ডাম্পারে : কাকলি ও
কেকা..
খাঁ
খাঁ
পাখিদের গ্রাম ।
'শান্তি তো এলাকায় ?'
ছোট্ট টাউন। আরও ছোটো নদী। বহমান
ফাল্গুন...
ভাঙা মৌচাক। নীড় ফাটা ডিম...ঠ্যাং থিরথির
কুকু-কেকা হায়হায়...
'কেউ বলবে না ? কিচ্ছুটি!'-- চোখে কার জল ?
গুঁড়িতে হেলান। হাওয়া চুপচাপ। দীর্ঘশ্বাস
ওড়ে মেঘে । সবুজ পাতারা। লাল
সাদা ফুল। নদীজলে পচে যায়
[ ২ ]
মুদ্রানর্তকীর কাছে পাখি সবশিখে নেয়। বৃষ্টির জলে ভিজে
পাক মারে , শিস...
নীড় দোলে নৃত্যের তালে তালে
'আজ এত ভোরে !' লেন্স তাক
করে...উড়ে যায়
পুড়ে যায় ওড়নাহীন পাখির শরীর
[৩]
একান্তে দাঁড়িয়ে আছে দশভুজা হয়ে। ওইদেবদারু। তার মগডালে উঠি --চুমু খাই...
স্বাগত নেমন্ত করে : চলো, পাড়াটা ঘোরাই
এ ডালকে ডেকে বলে, বাড়িতে অতিথ..যাই?
ডালে ডালে পাড়া পরিক্রমা... পাতায় পাতায়
পাখিদের রিফু-কুঁড়েঘর...শাবকের শিসধ্বনি
মা-পাখির : মিঠে হাসি ; ঠোঁটেতে আঙুল
দিয়ে --'চুপ'! ছানারা ঘুমায়...কপালে চাঁদের
চুমা নেমে আসে, তাও...
এঁটো ফল এগিয়ে দেয়--'খাও...'
[ ৪ ]
কত রাত হলে 'গভীর' হয়-- 'গহন' কোনখানে।হলকা লাগেনি চোখে : 'এ চোখ যা দেখেছিল'
ভাবিনি দেখব তোকে...
'অলীক, আমার পাখি...'
তোমায় দেখব জেব্রাক্রসিং-এ পা ; হাতে ভীরু হাত
বারুদগর্ভ রাতে। মাথায় মাথায় মেঘ । ছানা-
পাখি , তার-- মা রেখেছে ঠোঁটে ঠোঁট
'ও অলীকপাখি , এবার বয়স হোক...'
[ ৫ ]
স্বপ্নাদ্য মাদুলি ছিল। মৃত্যু এসে দূরত্বে ছিল। তাই।পাখিও যোজন যোজন দূরে , তবু কত কাছে
ছন্দ নেই , যতি নেই --সব উড়েপুড়ে...
ছিল বড্ড হাওয়া। বিদ্যুন্নিভ। এপ্রান্ত ওপ্রান্ত
ফুঁড়ে
অলিভ পাতায় ঢাকা গোপনাঙ্গ তোর
যুগ যুগান্তর ধরে। সেলাইকল। অবিরাম সেই
ভোর
ভুবনসন্তাপ ধুয়ে যায়...
পাঁচটি হীরকখণ্ড। বঙ্গ-সরস্বতীর দেহের অলংকার হয়ে থাকবে এ সিরিজ।
উত্তরমুছুনপরম প্রাপ্তি। ভালোবাসা নেবেন।
মুছুনঅত্যন্ত সুন্দর কবিতা, সুপরিচিত কবি চন্দ্রনাথ শেঠ তাঁর নিজস্ব শৈলীতে আপাতবিচ্ছিন্ন কিছু, অথচ অখণ্ড, অনুষঙ্গ দিয়ে ছবি এঁকেছেন। প্রথম কবিতাটি তো এক কথায় অসাধারণ। এমন বিষয় নিয়ে লেখা, একই সঙ্গে হিমশীতল ও মরমী।'জাস্ট জানা গেল' দারুণ লাইন। শেষের কবিতাটিও ভীষণ সুন্দর। অলিভ পাতায় ঢাকা গোপনাঙ্গ -- ইভের অনুষঙ্গ প্রতিস্থাপন করেছেন বর্তমান প্রেক্ষিতে। 'ভুবনসন্তাপ ধুয়ে যায়' ভোলা যাবে না।
উত্তরমুছুনসুদূর ডারহাম থেকে প্রিয়বরেষু আপনার মন্ত্রমুগ্ধ প্রতিক্রিয়া পেয়ে প্রাণে ফুটে উঠল হাসনাহানা।
মুছুনপাঠকের ভালোলাগার স্পর্শ মেখে নিলাম মনে, প্রাণে--সর্বত্র।
পাখি সিরিজে সব কবিতাই অসাধারণ তবে আমার এটি শ্রেষ্ঠ মনে হয়, সময়োপযোগী ও মানবিকও বটে ।
উত্তরমুছুনঠিক বুঝলাম না--কোন্ কবিতাটির কথা বলছেন!
মুছুনতবু, আপনার-পাঠই আমার প্রাপ্তি।
পাখিদের মতোই নরম, পেলব । পাখির ডাকের মতোই মর্মস্পর্শী ! 🙏🏼
উত্তরমুছুনআমার এ সিরিজ লেখা সার্থক তাহলে, প্রিয়-সম্পাদক, লেখক,
মুছুনচিত্রী ও পাঠক!
চন্দ্রনাথ শেঠের লেখা আমার ভীষণ প্রিয়--
উত্তরমুছুনসে কবিতা বা গল্প যাই হোক। আগে পড়া চাই!
'পাখিদের গ্রাম'-
সিরিজের ৫টি কবিতাই আমার মনকে নাড়া দিয়ে গেল। কুর্নিশ কবিকে।
নতুন প্রজন্মের ভালোলাগা আমার পাথেয়।
মুছুনআশিস রইল।
আপাত অসংলগ্ন ছবির কোলাজ। সময়ের দূরবীনে দেখা স্মৃতি সত্তা ভবিষ্যৎ। ক্রান্তদর্শী কবি নাগরিক চকচকে অসুস্থতা থেকে টান দিয়েছেন অমার্জিত শিকড়ে। দেখি আমি উলঙ্গ। অপূর্ব।
উত্তরমুছুনএকজন সার্থক, দীক্ষিত-পাঠকই পারে, লেখকের লেখার উদ্দীপনাকে উস্কে দিতে। যেমন দিলেন আপনি।
মুছুনসপ্রেম--- ভালোলাগা।
কবিতাগুচ্ছটি খুব ভালো লাগলো পড়তে। আপাত বিচ্ছিন্ন ছবির মধ্যে দিয়ে যেন একটিই বোধ ধরা পড়েছে। প্রথম কবিতাটি একটু বেশিই ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।
উত্তরমুছুনপাঠকের 'ভালোলাগা'-র এই পুরস্কারই যথার্থ প্রাপ্তি ।
মুছুনতোমার কবিতা অন্য ধারার।নতুনত্ব দাবি রাখে। আলাদা সিগনেচর তৈরী হয়েছে।খুব ভালো লাগলো।
উত্তরমুছুনপ্রাপ্তি। প্রেরণা যোগায়।
মুছুনএই সিরিজ পাখির নীড়ের মতোই আশ্রয় দেবে আগামীর কবিতাভাষাকে। এরকম কিছু লিখতে পারার জন্যই বোধহয় হাজার বছরের ক্লান্তিহীন পথচলা।
উত্তরমুছুনঅন্তরা ব্যানার্জি।
পাঠকের নীড়ে ফেরাই তো লেখকের পরম প্রাপ্তি ।
মুছুনPartha Pratim Sarkar. পাখি সিরিজে সব কবিতাই অসাধারণ তবে আমার কাছে ৩নম্বর কবিতা শ্রেষ্ঠ মনে হয়,তবে সময়োপযোগী ও মানবিকও বটে।
উত্তরমুছুনআমার--ভালোবাসা।
মুছুনকবি চন্দ্রনাথ শেঠ আমার প্রিয় কবিদের একজন ওনার পাখিদের গ্রাম সিরিজের সমস্ত কবিতাই অসাধারণ শব্দচয়নে ও উপমা প্রয়োগের অভিনবত্বে সকল পাঠকের অমরত্ব লাভ করবে
উত্তরমুছুনপ্রীতি জানবেন। আবেগ উস্কে দিল।
মুছুনঅসাধারণ পাখি সিরিজ । হৃদয়গ্রাহী । অনবদ্য ৪, ৫। স্বকীয়, সুন্দর ।
উত্তরমুছুনবিরাট প্রাপ্তি । ভালোবাসা নেবেন।
মুছুনপ্রণম্য শব্দ যোজনা। কুর্নিশ কবিবর।🙏
উত্তরমুছুনআবেগকে উস্কে দিতে পেরেছি ,
মুছুনবড় প্রাপ্তি আমার।
ভালো থাকবেন,প্রিয়-পাঠক।
চন্দ্রনাথ স্যারের 'কাঠবাদামের মালা', 'জি জন্মান্তরীণ এই আলপথে' এবং 'ইচ্ছে ধোয়া জল'--ভীষণ ভীষণ প্রিয় আমার।
উত্তরমুছুন'পাখিদের গ্রাম' সিরিজ--স্মরণীয় হয়ে রইল আমার স্মৃতিতে।
এমন লেখার জন্য "ভুবন ডাঙা"-কে ধন্যবাদ।
সব বই-ই পড়েছিস!এক আকাশ আশিস রে। পরম প্রাপ্তি।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন