অবসরের কবিতা



মেলেই তো ছিলাম চোখ তখনো
যখন তোমার ঘর পালানোর রোগ উত্তুঙ্গে-
তখনো শ্বাস ফেলেছি,
একই রাত গড়িয়ে, জড়িয়ে যেতে দিয়েছি
যখন তুমি সাঁতরে গেছ মধ্য অক্ষে,
কাকতালীয় কোনোভাবেই তো সাক্ষাৎ হয়নি।
তাল টুপ, ঝরে পড়লো-
আমি কাক, তখনি উড়া লাগলো
ভাবটা এই যেন দুনিয়ার সব আমার দ্বারাই ঘটে
যেন আমাকে না ভালোবেসে তোমরা পারোনা
যেন আমাকে গুণতেই দিনের গায়ে সংখ্যা বসে
যেন আমিই ঘটনায় সবসময় মূলহোতা।

আশা করতে যেমন চাইনি
তেমন আশা ভাঙতে যাইনি
একটা পথ হয়ে গেছি শুধু-
কে হাঁটবে; আমি নিমরাজি।




মরে যাও প্লিজ,অনাগত ব্যথার সম্ভাবনা কমাতে,
এই আজ এক্ষণেই, মরে যাও।
চুকে যাক অন্তত একটা আত্মার হিসাব-
জরারোধী অন্তর্হিত বৃষ্টি জমা থাকছে ভান্ডারে,
আমাদের কেউ মরে গেলেও-
ফুল ফোটা থেমে থাকেনি।




সুবাইতা প্রিয়তি

Post a Comment

নবীনতর পূর্বতন