১.

একটা রোগা মাছির গল্প 

নদীর মানচিত্র। 
আপাদমস্তক। আতসকাচ আর দু-তিনটে আইরিশ।ঝুঁকে দেখছে।
                   একটা রোগা মাছি। শুঁড় দোলাচ্ছে। কিছু না বুঝেই।

গর্ভের পাসওয়ার্ড। ইদানীং কারুর মনে পড়ছে না।
                  মাইয়া মোরি-
মরা বালির পাশে। দ্যাখো -
শুয়ে আছে প্রপিতামহের শীতকাল।

প্লাস্টিকের চোখ। হাজার হাজার পেরেক। নিজস্ব আইকন।
                আড়মোড়া ভাঙছে। 
সারাদিন। 
গেঁথেই চলেছে। ভুবন মজানো ছায়া।






২.

অস্থি ভাসান 

খুলির কম্পাস আর নির্বাচিত শ্মশান। 
তুমুল অস্ত্রে ঘায়েল জলের ভাইরাস সাফারি। 
চিতার পাশে বিজ্ঞান পড়ছে এক শ্মশানখ্যাত শেয়াল।

ঐ তো মিথ সর্বস্ব পালক। উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে তৃতীয় বিশ্বের দিকে।
চৈতন্যের গোল্লাছুট। 

হাইওয়ে ড্রাইভ। দেহ শুনছে। মরা নদীর ঘুঙুর। 
আটপৌরে জল।
অদাহ্য অস্থিও আর ভাসছে না।




প্রকাশ ঘোষাল 

Post a Comment

নবীনতর পূর্বতন