লিপস্টিক চুম্বন 

মাল্টিপ্লেক্সের নীল অন্ধকারে
তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি বিনা প্রতিশ্রুতিতে। 
আলো চেয়ে বাতাস চেয়ে জলপ্রপাত চেয়ে
দেওয়া কথামত আমি নদী পার্শ্ববর্তী মাঠে আসি, 
সেখানে খেজুর গাছের ভিড়ে কাঁটার বিছানা
পিঠে ফিনকি দিয়ে বেরিয়ে আসে বিলাপ
শরীর ঢাকতে সবুজ চাদর আর বুকে ক্যাকটাস
বিলাসিতার ফুল নাকে নিয়ে পাস ফিরে দেখি
বুকের থেকে বেরিয়ে আসছে অভিমানের ফোঁটা। 
আর প্রতি ফোঁটা মাটিতে পড়তেই মাতৃত্বের জন্ম, 
নিচ্ছে ক্ষুদ্রতার খেজুর ক্যাকটাস। 
চিটে থাকা লিপস্টিক ঠোঁট ফেটে গেছে আমার 
এখানে অন্ধকারে প্রকৃতির কান্নাও স্বাভাবিক। 
ভালবাসা দিতে আন্তরিক নক্ষত্রপুঞ্জ 
নেমে আসে মাটিতে। 






পরাজয় 

পাপড়ি চুম্বন চেয়ে ঝরে পড়ে, 
পরিপক্ক ফল পড়ে মাটিতে
ফুল ফল অদৃশ্য হয় মাটির প্রশস্ত বুকে। 
হৃদয়ে ধৈর্য, হৃদয়ের অহংকার শুধু সমর্পণ চায়
নভোযান ভেঙে পড়ে সমুদ্র স্রোতে
এখানে টান আছে কেবলমাত্র দেহের প্রতি
স্রোত সমর্পণ চায় শাসকের মতো। 
চুম্বন শেষে তুমি মাথা নিচু
সমর্পণ করেছ সাফল্যের কাছে
আজ টান নেই, ভালবাসার বান নেই
চুলের গন্ধে প্রাণ নেই
কেবলই স্কাইস্ক্রপারের মাথায় বসে আছি বলে
তুমি ঢেলে দিয়েছ নিজেকে ঠোঁটে--- কষ্টকর বুকে। 





সার্কাস 

সদ্য নাকের সমতলে শরীর প্রসারিত করছে জোঁক
জোঁকের গায়ে প্রাত্যহিক ব্যবহৃত অস্ত্র ছোঁয়ানো হয়নি, ফেনায় ডোবেনি জোঁক। 
সার্কাস এসেছে শহরে
ক্লাউন দেখে নিচ্ছে মুখের রঙ আয়নায়
ব্যক্তিগত মুখ সচরাচর দেখি না আমি
আয়নার প্রতিবিম্বে। 
সারাদিন তীর ধনুক ছিলান অনুশীলনে ব্যস্ত থাকতাম
আমি আর সাঁওতাল তরুণ
গাছের বাকল ফুটো করে মনে হতো পেয়ে গেছি শিকার। 
#
আজ বাঘ হরিণ একই নদীতে স্নান করে
মারণ গোলোকে বাইক ছোটায় বেপরোয়া যুবক। 
রক্তস্রোতে হিমবাহ বইতে থাকে
বাঘ বেড়াল ক্লাউন দেখে আসা প্রেমিকার। 





পাঁচিল 

কোনো সামাজিক লড়াইতে গিয়ে আমি দেখাই না পিঠ। 
চীনের প্রাচীর আমার জন্য। 
মধ্যযুগীয় যোদ্ধার সাজে সিহোয়াংতি একা হাঁটেন
দীর্ঘ প্রাচীরে। 
হাঁটা শেষ হলে বাড়িতে ফেরেন সম্রাট ও সহচর
দ্বিধাবিভক্ত দুকূল
দীর্ঘ উচ্চতার পাঁচিলে শ্যাওলা জমা মধ্যযুগ
ঘরোয়া বিবাদ , ঈর্ষাপরবশ আত্মীয় তবুও পাঁচিল
ধরে রাখে। 
ঐতিহ্য মানুষের, লড়াইয়ের শিল্পের। 
পাঁচিলের মৃত্যু নেই, ভেঙে পড়া নেই
আগ্রহ আছে পর্যটকের প্রতি---- আমার প্রতি। 





মেঘবৃষ্টি 

ভিজে কাপড় ছাতা মাথায় তোমায় পথে দেখতে পেয়ে ভিজেছি খুব। 
আচ্ছাদন উড়ে গেলে তুমি বৃষ্টি আমি হাওয়া
তোমার বর্ষার কাপড় শুকনো করতে এসেছি। 
তারপর বলেছি কৈশোরের না বলা কথা
রেনপাইপ দিয়ে নামা জল যেমন সংকোচহীন
বলে দেয় দেওয়ালকে সারা বছরের জমানো কথা
তেমনি আমি তোমাকে বলেছিলাম
জমানো না জমানো আমার সব কিছু। 
সে রাত্রিতে ভীষণ জ্বর এসেছিল আমার প্যারাসিটামল ছিল না, ঘুম ছিল না
পরিষ্কার চাঁদ পরেছিল বর্ণনাতীত বিশ্রী কাপড়। 




দিব্যজ্যোতি চন্দ

Post a Comment

নবীনতর পূর্বতন