স্মৃতিরাও যখন জ্বরের ঘোরে :-

মাঝেমধ্যে মনে হয় পিছিয়ে যাই। খুব বেশি না হলেও বেশ কিছুটা। এই যেমন--
যেদিন চুপ করে বসেছিলাম, কিচ্ছু ভাবিনি। ধারনা ছিল সেটাই শান্তি।
                        অথবা
মধ্যমগ্রামে একা একাই ঘুরেছি, খেয়েছি। কী এক অদ্ভুদ আনন্দ ছিল সেদিন নিজেই জানতাম না।
                        কখনো
বাথরুম থেকে বেরিয়ে আবার বাথরুমে ঢুকে জলছবিকে বলতে ইচ্ছে করে আমার গোপন ভাবনাচিন্তাগুলোকে সমবেত সুরে গেয়ে ওঠোনা।

         ‌‌‌‌‌‌‌‌              ফিরে যেতে ইচ্ছা হয়
সেই হাসপাতালের বিছানায়। দেখতে চাই আমায় দেখে মা-বাবার রিঅ্যাকশন কেমন ছিল?
                      তোমায় ছাড়া মরে যাব
এমন স্থানীয়মানে বিস্তারিত হওয়া কথার মুহূর্তে গিয়ে জানতে চাই মানুষটি কতবার মৃত্যুকে উপেক্ষা করল।

এই এগিয়ে যাওয়া ও পিছিয়ে আসার মাঝে যে ঋতুটুকু আঁকড়ে আছি -- তা যেন আমার অমরত্ব লাভ।
                         বাকিটুকু,
বেঁচে থাকার অভিনয়ের মহলা দেওয়া মাত্র।




                                          

রুবি রায়

Post a Comment

নবীনতর পূর্বতন