থু করে ফেলতে পারি না -
জানিনা এ কোনও স্পর্ধিত গমন কি না
কিছু ঘৃণা গলায় গেঁথে আছে
জেগে আছে এখনও
অসংস্কৃত জেনেও
থু করে ফেলতে পারি না
এতটা নিস্পৃহ তো হতে চাইনি
নিরহংকারীও নই
আবার কিছুটা বেহায়াপনা
নির্লজ্জের মতো মিশে আছে
বলেই হয়তো জেগে আছি
বেঁচে আছি
হাঁটছি মৃতের মিছিলে
বেঁচে থাকার আনন্দ যেখানে
জেগে আছে উটের কন্ঠে
কয়েক ফোঁটা জীবন
তুমি কি এখানেই দাঁড়াবে বহুব্রীহি?
একটি মন্তব্য পোস্ট করুন