আমাদের এক আত্মীয়ের নাম একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি নিছকই একটা দিন নয়—
রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমাদের পরম এক আত্মীয়—
সেই আত্মীয়তা এতটাই গভীর তার বর্ণনা একটি কবিতার দু'চার লাইনে অসম্ভব —
মুর্শিদাবাদের সালার-এর গ্রাম 'বাবলা'র মাটির পথ ধরে অনেক হেঁটে বাবলার ছেলে পৌঁছেছিল ঢাকায়—

বাংলা ভাষাকে করেছিল জীবনের পণ বাংলা ভাষাকে বুকে নিয়ে একরাশ ভালোবাসায় জ্বলে উঠেছিল
শহীদ আবুল বরকতের অন্তর—
প্রতিবাদের অগ্নিশিখা নিয়ে 
১৯৫২'র সকাল বেলায় বরকত ছুটছে 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে—
বাংলা ভাষায় পড়তে চাই—
বাংলা ভাষাতেই মরতে চাই—
অদ্ভুতভাবে নির্মম গুলিতে 
আবুল বরকত বুকে গুলি নিয়েই মরেছিল— 
লুটিয়ে পড়েছিল তার দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উঠোনে 
কিন্তু আরও অদ্ভুত বরকতকে ওরা মারতে পারেনি
বরকত আজও বেঁচে আছে লক্ষকোটি বাঙালির হৃদয়ে 
একুশে ফেব্রুয়ারি নিছকই একটি দিন নয়—
একুশে ফেব্রুয়ারি অমর
আমাদের এক আত্মীয়ের নাম একুশ।




অশোক দাস

Post a Comment

নবীনতর পূর্বতন