পূবালী চট্টোপাধ্যায়
বোধিসত্ব
তথাগত তোমার দেখান পথ—
নির্বাণ !
আমি আলো জ্বেলে মুখ দেখেছি,
সত্যর।
সহস্র শতদল ফুটেছে, আমার
রাত বারান্দায়।
জন্ম থেকে জন্মান্তর মিশেছে মাটিতে।
আশাবরী গেয়েছি প্রথম আলোর
স্বচ্ছ চেতনায়।
মার্গ সত্যের পথ এগিয়েছে
দৈনিক যাপনে।
পৃথিবী
শুধু মনে রেখেছে জন্মের দাগ!
পার্থিব সুখ নির্মিলিত বোধিজ্ঞানে।
ক্ষমা করো পাপ;
দিয়ে যাও মুক্তির স্বাদ—
বোধিসত্ত্ব!
একটি মন্তব্য পোস্ট করুন