কৌশিক সেন
যমুনাচরিত
গহনকুসুমে ঢাকা আজিকার রীত,
সুললিত, রমণীয় যমুনাচরিত।
প্রদোষে নিহরে ঢাকা প্রথম প্রহর
দুই’পা গড়িয়া গেলে গলিত শহর।
বাহিরিয়া উঠে যদি রূপশালী ধান
অদ্য পদ্য জেনো কামনাপ্রধান।
রূপোর পরাতে রাখি লঘুগুরুপদ,
খুঁটে খুঁটে তুলে রাখি যাতনাআপদ।
সামিয়ানা খাটা থাক চালকলাভোগে
দুখানি বাতাসা খাই অমৃতযোগে।
নতুবা গাধার দাম দেবে বলো কেবা
চর্ব্যচোষ্যযোগে সতিনারীসেবা!
সমুখে রাখিলে আঁচ চমকায় রতি
দুমুখো সাপের বাড়া যমুনার পতি।
পাতার পোশাকে দিবে ওই মুখে চুমা
ঘুরিয়া আইস যদি দূর মহকুমা।
শকরি ঠোঁটের দামে ঘটি বাটি কিনি।
টু’পিস যমুনা আর সুচারু বিকিনি।
ঋণশোধে গলে যায় লোহার প্রাসাদ
জিভের টাকরা জুড়ে লবণের স্বাদ।
ও যমুনা বল তুই নিমকহারাম
কি জাদু চাটিয়া নিস, বীর্য না ঘাম!
সাম, দাম, দন্ডের ব্যাভিচারি গাথা
রাতভর খামচায় আহা ছেঁড়াকাঁথা।
এফোঁড় ওফোঁড় টানা কাঁথাস্টিচ সূচি
নবমীতে ভেঙে যায় গরম ধুনুচি।
এ পদ শীতল হবে কর গুনে গুনে
জানিতো যমুনা ফোলে অবাধ ফাগুনে।
পাঠের অধিক জেনো ভরাডুবস্নান,
উপচিয়া পড়িলেই যমুনার গান।।
একটি মন্তব্য পোস্ট করুন