হামিদুল ইসলাম 







পথ

লালন চাঁদ।              

বৃষ্টি হলেই ড্রেণের দুর্গন্ধ ধুয়ে মুছে যায়
ক্লান্ত দুপুর আটকে থাকে বুকে
ভালোবাসা উৎরাই


ধুলো ময়লা ভরা তাক আজও শৈশবের ভেতর ঘরে
স্মৃতিগুলো সাজাই। বিষণ্ণ দিন


আজ ঘর ভরা স্বপ্ন। ঘর ভরা দুপুর
বন পলাশীর পদাবলী
আমার বুকের ভেতর রিমঝিম সারাক্ষণ


বৃষ্টি নেই
তবু বৃষ্টির সুবাস। তোমার পথ চেয়ে আছি সারা জীবন





                                   

কথা

ইচ্ছেগুলো পরিশ্রান্ত
কিষানীর হাতে বিকেল। ফসলের ঘ্রাণ


মন চঞ্চল হলে আমিও ছুটে আসি
লাল কুর্নিশে স্বাগত জানাই শিশির ভেজা গোলাপ
বুক পাতি বরফের দেশে


ইতিহাস মিথ্যে হলে জীবন মিথ্যে
তাই কবিতার ভাঁড়ার চুরি হয়ে যায় ন্যাকা কাব্যরসে


কথা আছে
কথার শেষ নেই। তবু পুতুল খেলা চলে প্রলয় ঝড়ে

                                   





মন্ত্র

জীবন এমনই
এমনই জীবন
তবু বহতা নদী লালন করি বুকের ভেতর


গঙ্গার পাড়ে ধবলীর পা
নরম শব্দ ছুঁয়ে যায় আমার অন্তরমহল


মন খারাপের অশ্রু চেপে রাখি। হৃদয় শুকিয়ে কাঠ


ইষ্টনাম জপি না আর
মন্ত্রগুলো আঘাত হানে বারবার

Post a Comment

নবীনতর পূর্বতন