১)
কাব্যের সুরে

যদি স্বরলিপি রূপ পেত
তোমাকে অনেক গান শোনানো যেত





২) 
বিদায়বেলা

তোমার যাত্রার মাহেন্দ্রক্ষণে
বুকে চাপা কান্নারা হট্টগোল করে






৩) 
শেষ

বলে আসলেই কিছু নেই
রয়ে গেছে শুধু অবশেষ







৪)
প্রেম

হাতের আলিঙ্গনে বুকে কুরুক্ষেত্র চলে
ছিটকে বেরিয়ে আসে যেন কামান বোমা






৫) 
যুদ্ধ 

কলহের  পর যেটুকু সময় পড়ে থাকে
শোকের দীর্ঘশ্বাস ফেলি তার ঘাড়ে





৬) 
স্নিগ্ধ

প্রেমের চেয়ে আড়ম্বরী
কভু যৌনতা নয়






৭)
জলকনা

চোখের জলের একেকটা খন্ড
ভাঙলে বুঝবে বুকের বাঁ পাশ কতবার ভেঙেছে






মিত্রবৃন্দা ভট্টাচার্য 

Post a Comment

নবীনতর পূর্বতন