পাঁউরুটি-ফুল

আমি যেখানে বাস চাপতাম 
সেখানে একটা পাঁউরুটি গাছ ছিল
সাদা গোলাপি ফুল
কিছুটা দূরে গিয়ে পড়ত বস্তি
কালি পাঁকে ঘুরত শুয়োরের দল
ওভারব্রিজ পেরিয়ে বাজেপ্রতাপপুর
সেখানে উঠত পিউ
তার মুখে ছিল শ্বেতীর দাগ
সে আমায় শিখিয়েছিল গল্পের বইয়ের 
ভেতর টাকা লোকাতে
আর একটু দূরে উঠত তাপসী
তার বাড়ির পাশের মাঠে নাগরদোলা রাখা থাকত
বাস ঘুরত এদিক ওদিক
ভিতরে চলত গান-নাচ-চেঁচামেচি
বিকেলবেলায় আবার ফেরা
কোনো জায়গায় চেনা মুখের হাসি 
আজও রাতে স্বপ্ন দেখি 
বাসে চেপে যাচ্ছি ছোটোবেলার রাস্তায়
মাথায় আমার পাঁউরুটি-ফুল 






রংমিলান্তি

অনেকদিন ধরে ভাবছি একটা রামধনু বানাব
ওই যে দেখতে পাচ্ছ ছেলেটা
ও বহুদিন ধরে ধরনা দিচ্ছে
ওর কাছে নেব হতাশার রং

যে কুকুরটা ডাক ছেড়ে কাঁদছে
গতি কেড়ে তার একটা পা
চাইলে কি দেবে না আমায় কান্নার রং

যে পাখিরা ঘরে ফেরে তাদের 
ডানায় যে মুক্তির রং
সে তো আমি আগেই তুলে রেখেছি

রাস্তার পাশের আবর্জনারও 
যে একটা রং আছে 
তাতো আমি ফিঙেপাখি না ধরলে বুঝতামই না

বাচ্ছারা বৃষ্টি মেখে বাড়ি ফিরলে
রাস্তা মেতে ওঠে শৈশবের রঙে

শীতকালে মিশে থাকা বার্ধক্যের রং
আর চোরাবালিতে কুয়াশার রঙের পার্থক্য আঁকলেই
করে ফেলব রংমিলান্তি 





অনন্যা সিংহরায়



Post a Comment

নবীনতর পূর্বতন