অন্তরালে

এ সমস্ত জায়মান  'দু:খ দিনের  রক্তকমল' আর কোথাও পৌঁছতে চায় না।।
এখন আমার কোনো রাতই পোশাকের বাঁধন খুলতে উন্মুখ  নয়,
হঠাৎ মুখরও হয় না পিচ্ছিল স্মৃতি পথে পা পড়ে গেলে,
মেঘ থেকে নেমে আসে ছায়ামানবের শ্বাসের আঘাত
একটি মূর্তরূপ  তখন আর একটি বিমূর্তের কাছে গিয়ে মিলিয়ে যায়
গেলাসের তরলে বারংবার নিজের ঠোঁটের ছায়া দেখতে দেখতে তৃষ্ণা এখন লোকগাথার মত দূরবর্তী...
যা কিছু মিলিয়ে যাচ্ছে সেসব আসলে কোথাও না কোথাও নিত্য
আর যা কিছু লেগে আছে থালার কানায় তাই অর্জন।

ভোরবেলা এক মালিনী আসে, কথাবার্তা পাড়তে থাকে ফুলে ভরা ডাল থেকে তারপর
ক্ষণজন্মা ভালবাসার সাথে চলে যায় এক আলোময় শূন্যতায়।

আমার কথারা পড়ে থাকে কবিতার নিথর শরীরে 







ইন্দ্রাণী দত্ত পান্না

Post a Comment

নবীনতর পূর্বতন