করুণা                         

হঠাৎ দুকূল ছাপিয়ে বন্যা আসে
জলের জাজিম পাতি
পূর্ণিমা চাঁদ ডোবে ফলিত অক্ষরে  ।।

বিপদ ঢেরা পেটায় বুকের ভেতর
তবু কোকিল সুখ  ।।

বিপন্ন পিঁপড়ে হয়ে ওঠে নস্টালজিক
সুইসাইড পরস্পর  ।।

হিংসা ভাষণে পোড়ে উদগ্র জ্বালা
বুকের কোণে ঠাঁই নেয় বিভেদ 
ণিজন্ত আগুন  ।।

আজও করুণায় ঝরে বারিস  ।।

                               




মৃত্যু আত্মীয়

নৈ:শব্দ মাখি সারা গায়
কচি কচি শিশু বোধিবৃক্ষ শুষে
অন্ধ হয়ে যায়  ।।

পাতার কুটিরে ওয়েলকাম
তবু যারা এসে চলে যায় তারা আর ফিরে আসে না
গ্রাস করে ইলুশন  ।।

আমরা থাকি
মৃত্যুও থাকে আমাদের পাশে  ।।

আমরা হেলায় আজও সাপ নিয়ে খেলি
মৃত্যুকে রিলেটিভ সাজাই  ।।

শ্মশানকে  করি ইনভাইটিং ।।


                                



পরীক্ষা

এতো সুপারস্টিশন
ঈশ্বর না কী  আমাদের স্রষ্টা
তাই বিবর্তনবাদ ডারউইন সব মিথ্যে ।।

কাকে বিশ্বাস করি
কাকে বিশ্বাস করি না
হাতের কাছে শূন্য হৃদয়। দুরন্ত দুপুর যুবতীর খোঁপায় ।।

তবু মেঘ কুড়োই
সৃষ্টি কুড়োই। খুঁজে পাই না ঈশ্বর
হোয়াইট পেপার জমা দিই একজামে বসেই  ।।


                                





হাসিকান্না

কথা দিই কথা রাখি
কথা রাখলে প্লিজড সবাই
না রাখলে অপবাদ

এখন কথা ফিরিয়ে নিই
সব পাজল। প্লেব্যাক

কেউ কাঁদে কেউ হাসে
হাসি কান্না মিশে যায় রক্ত ও মজ্জায়

আমি হাসলে সে কাঁদে
হাসির সাথে কান্না হয় না মানানসই 
তবু আমাদের ঠোঁটে বাসা নেয় লাফ এন্ড ক্রাই






হামিদুল ইসলাম                         

06.09.2023

Post a Comment

নবীনতর পূর্বতন