কবিতার নবজন্ম 

ঘুমিয়ে থাকা দিবাস্বপ্ন হঠাৎ জেগে উঠলো 
আধখোলা চোখ 
রাফটিং এর গতিতে এগিয়ে আসা thunder
স্রোতের বুকে যন্ত্রণার শিহরণ
আদিম ঝোড়ো হাওয়ায় ঘুলিয়ে ওঠে...
কয়েকটা রিংটোন, কিছু কবিতার লাইন 
আলোর ঝলকানিতে চমকে ওঠে বারংবার...
ঘুরতে ঘুরতে অসাড় শরীরে থামে সকল ক্ষত

প্রদীপের অস্থিরতা, জ্বলতে জ্বলতে নিভে যাওয়া
জলন্ত লাভার স্পর্শ 
স্ফুলিঙ্গের তীব্রতা
চারিদিকে ছড়িয়ে দেয় সোনালি আভা
রচিত হয় একটি কবিতার নবজন্ম...








ইলেকট্রনিক সম্পর্ক

সুখের নীড়ে ইলেকট্রনিক সম্পর্ক
মেঘগুলো আচ্ছাদিত ধোঁয়াশার কোলে
আকাশি রঙের গল্পরা ক্ষেত্রফল বিস্তারে সক্ষম হলেও
বাস্তবের সাদা কৌটো রাস্তা চেনায়
তুই ভেজ তোর ছাতা নিয়ে
যার মুখে কুলুপ আটা 
ডেনড্রাইটের দরজা খোলা থাকলেও সে টু-শব্দটি করেনা
এক দমকা হাওয়ায় জানালা বন্ধের জোগাড়
স্রোতের অনুকূলে ছিটকে যায় ভাসমান কল্পনারা
হাবুডুবুর তামাটে দৃশ্য পথ হারানো নাবিকের নৌকায় নিরুদ্দেশ
অচৈতন্য বুকে শক্ত হাতে ঢাকা উপঢৌকনটা
কলঙ্কের বোঝাকে করে আরও হাল্কা





উম্মে ফারহিন

Post a Comment

নবীনতর পূর্বতন