১. 

আয়োজন

আমাদের অকৃত্রিম আয়োজনে কোন ত্রুটি ছিল না
ছিল ভূলুণ্ঠিত সময়ের দাবী
আবছা পাণ্ডুলিপির ভিতর যৌথ সঙ্গতে
জমে উঠেছিল অন্ত্যমিলের মরিয়া প্রয়াস

আয়ুরেখা বরাবর শুধু চাপা গুঞ্জন আর আর্তনাদ
কুটিল ভাষ্যের গোপন ষড়যন্ত্রে
কারা যেন এঁকেছে দুর্ভেদ্য পরিসীমা
ঝড়ের আগে ও পরে হাওয়ার যে নির্লিপ্ত যাতায়াত
সেসব হদিশ কি রাখে আবহাওয়াবিদ

ঋতুকাল জানে
খসে পড়া বাকলের শোক কীভাবে বদলে দিয়েছে
তোমার আমার বিশুদ্ধ চুম্বন ।






২. 

ষড়যন্ত্র 

খনির ভেতর থেকে ভেসে আসে ঘরে ফেরার গান
আলো কমে এলে মানুষ জীবনমুখী হয়

অচেনা সরাইখানার রোমহর্ষক গল্প
উদভ্রান্ত ত্রাণ শিবিরের হাহাকার
উড়োজাহাজের ক্লান্ত ডানার আকুতি
সংবাদপত্র থেকে একে একে বেরিয়ে আসে সবকটি শিরোনাম

পুরোনো সভ্যতার গর্ভে বড় হতে থাকে
অচেনা লিপির হরফ
নিবিড় অনুশীলনে যথাযথ আগলে রাখে নিজেকে
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর
ধীরে ধীরে বড় হতে থাকে প্রতিরোধের অবয়ব

ধূসর শহরের আকাশে এখন
শুধু অবিশ্বাসের দাস্তান উড়ে বেড়ায়






৩. 

পথ ও সংলাপ

ছায়া সরে গেলে ক্রমশ দূরে সরে যেতে থাকে এক একটি বিশ্বাস
পথ তো বাধা দেয় না
পরতে পরতে গড়ে তোলে সংলাপ ও কাহিনি

যেমন পিছুটান না থাকা একটি বালকের প্রস্থান দৃশ্য
খুব উপভোগ্য হতে পারে
কেননা কালো বিড়াল রাস্তা কেটে গেলেও সে দাঁড়ায় না
আপাত নিরীহ এই দৃশ্যটি ব্রেকিং নিউজ হতে পারত

অথচ পুব না পশ্চিম
কোনদিকের সূর্যটা বেশি স্বাধীন
এই দ্বিধায় চলতে চলতে
হঠাৎ একটা বিজ্ঞাপন চোখে পড়ল, -
"এখানে, এই গোধূলি রঙের স্বপ্নময় পৃথিবীতে
বোহেমিয়ানদের নির্বাসন দেওয়া হয়" ।






৪. 

অবগাহন 

মুখোশের আড়াল দিয়ে ক্রমশ উঠে আসছে রক্তাক্ত কামুক জোঁক
এতো এতো ভুলের পরিখা চারপাশে

কিশোরীর ঘুঙুর বেজে ওঠে
সেজে ওঠে নিরীহ জলসাঘর
প্রাণ প্রতিষ্ঠা হয়নি, হয়নি চক্ষুদান
কবিতার কাপলেট থেকে বেরিয়ে আসে বর্ণাঢ্য শোভাযাত্রা

ক্ষয় থেকে জন্ম নেওয়া সমস্ত উপশম
আসলে এক একটা অমোচনীয় ভ্রম
পরিপাটি শুশ্রূষার মত তার কোনো বিকল্প রূপ নেই আর

দীর্ঘকাল ধ'রে পুষে রাখতে হয় যে লাবণ্যময় ক্ষত
সে কি কোনো চিরন্তন প্রথা ?

এ এক মগ্ন পরম্পরা
সাবলীল কান্নার ভিতর স্বতঃস্ফূর্ত অবগাহন






শঙ্খ মিত্র

Post a Comment

নবীনতর পূর্বতন